অবশেষে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের শেষে সিনেমা ‘জন নয়াগন’। বিজেপি সরকারের নিয়ন্ত্রণাধীন সেন্সর বোর্ডের কড়াকড়িতে সিনেমার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে জয়ের হাসি হাসলেন এই মেগাস্টার।মাদ্রাজ হাই কোর্টের নির্দেশে সেন্সর সার্টিফিকেশন পাচ্ছে ছবিটি।

শুক্রবার (৯ জানুয়ারি) মাদ্রাজ হাই কোর্ট এক ঐতিহাসিক রায়ে সিনেমাটিকে দ্রুত সেন্সর ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে কবে, কখন মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। 

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল বিজয়ের ক্যারিয়ারের এই শেষ সিনেমাটির। কিন্তু হঠাৎ করেই সেন্সর বোর্ড সিনেমাটিকে আটকে দেয়। নির্মাতাদের অভিযোগ ছিল, এর পেছনে সক্রিয় রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে গত বুধবার একটি নতুন কমিটি গঠনের নির্দেশ দেন বিচারক। 

তবে আদালত জানিয়ে দিয়েছে, সেন্সর বোর্ডকে দ্রুত ছাড়পত্র প্রদান করতে হবে। বিজয়ের আসন্ন রাজনৈতিক ক্যারিয়ার এবং তামিলনাড়ুর নির্বাচনে তার প্রভাব রুখতেই বিজেপি নেতৃত্বাধীন ব্যবস্থার মাধ্যমে সিনেমাটি আটকানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজয়ের সমর্থনে রাজপথে নেমেছিলেন তামিল চলচ্চিত্র জগতের নামিদামি তারকারা। 

ভক্তদের উন্মাদনা আর প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে বিজয়ই টিকে রইলেন। আদালতের সবুজ সংকেত মিললেও আজ আর সিনেমাটি মুক্তি পাচ্ছে না। নির্মাতারা জানিয়েছেন, হাতে সেন্সর সার্টিফিকেট পেলেই আনুষ্ঠানিক মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে ধারণা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই বড় পর্দায় নিজেদের প্রিয় ‘থলপতি’কে শেষবারের মতো দেখার সুযোগ পাবেন অনুরাগীরা।

তামিল ভার্শন সেন্সর না হওয়ায় হিন্দি, তেলেগু, মালয়ালম এবং কন্নড়- সব ভাষাই মুক্তি থমকে গিয়েছিল। আদালতের নির্দেশের পর এবার আর কোনো বাধা থাকল না। এইচ বিনোদ পরিচালিত এ ছবিতে বিজয় ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে এবং মমতা বাইজু।

নতুন এক সফর দীর্ঘ তিন দশক তামিল ইন্ডাস্ট্রি শাসনের পর অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন বিজয়। তার নিজের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’  নিয়ে তিনি এখন পুরোপুরি মনোযোগী হতে চান রাজ্য রাজনীতিতে। 

FJ
আরও পড়ুন