ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আমার চোখে ঐশ্বরিয়া সুপারমম: অভিষেক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন। ১৬ বছর ধরে আছেন একই ছাদের নিচে। গত দেড় যুগের এই পথচলায় ঐশ্বরিয়া-অভিষেককে ঘিরে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। প্রতিবারই সেসব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে একসঙ্গে হয়েছেন তারা। 

তবে বিগত কয়েক মাস ধরে আবারও শোনা যাচ্ছে, ফাটল ধরেছে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে। তখনই অভিষেকের পুরোনো একটি সাক্ষাৎকার নতুন করে ছড়িয়ে পড়েছে। যেখানে অভিনেতার মুখে শোনা গেছে, মা হিসেবে ঐশ্বরিয়া কেমন। 

সবসময়ে মেয়ে আরাধ্যাকে মায়ের সঙ্গেই দেখা যায়। তার বয়স এখন ১২ বছর। তবুও মায়ের হাত ছাড়েন না। ঐশ্বরিয়াও মেয়েকে ছাড়া কোথাও দীর্ঘসময়ের জন্যও থাকেন না। 

যে কারণে স্ত্রীর প্রশংসায় অভিষেক বলেন, ‘মা হিসেবে ঐশ্বরিয়া শ্রেষ্ঠ। আমার চোখে ও ‘সুপারমম’। আরাধ্যার জন্মের পর থেকে পুরো সময়টা মেয়েকেই দিয়েছে। একটা দিনের জন্য কোনও অভিযোগ করতে দেয়নি। তবে মেয়ে হওয়ার পর যখন ওর কিছু ওজন বৃদ্ধি পায়, তখন মানুষের কটু কথা শুনলে আমার খারাপ লাগতো।’

উল্লেখ্য, ২০০৭ সালে বিয়ে করেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন। ২০১১ সালে এই দম্পতির ঘর আলো করে আসে মেয়ে আরাধ্যা বচ্চন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, খালিজ টাইমস। 

NC
আরও পড়ুন