প্রবল জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তিনি তার ইনস্টাগ্রামে একাধিক স্টোরি পোস্ট করে জানান, প্রচন্ড জ্বর নিয়ে ভয়ংকর চার রাত কাটালাম।
কাশ্মীরের মেয়ে হিনা খান। কাজের সুবাদে মুম্বাইয়ে থাকতে হয়। সম্প্রীতি তিনি অভিযোগ করেন মুম্বাই শহরে নাকি শ্বাস নেওয়া যায় না। তিনি জানান, অতিরিক্ত দূষণের কারণে মুম্বাই তার বসবাসযোগ্যতা হারাচ্ছে।

উল্লেখ্য, হিনা খান ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এর পাশাপাশি তিনি বলিউডের বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করেছেন। সম্প্রতি তার অভিনীত একটি ছবি ‘কান্ট্রি অফ ব্লাইন্ড’ অস্কার পুরস্কারের তালিকায় জায়গা করে নিয়েছে। ২০২৪ সালের ৬ অক্টোবর আমেরিকা মাটিতে মুক্তি পাবে হিনা খানের এই ছবি।
