ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মঞ্চে শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০১:০৭ পিএম

শওকত ওসমানের কালজয়ী উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’ বইয়ের পাতা থেকে উঠে এলো মঞ্চে। ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের গল্প অবলম্বনে নাটক মঞ্চস্থ করলো রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।

নাটকটির নি‍র্দেশনা দিয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান ড. সাইদুর রহমান লিপন। পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী হয়। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় একই ভেন্যুতে প্রযোজনাটির উদ্বোধনী প্রদর্শনী হবে। শনিবার সন্ধ্যায় হবে দ্বিতীয় মঞ্চায়ন।

নাটকটির নির্দেশক লিপন বলেন, ‘ক্রীতদাসের হাসির প্রেক্ষাপট জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন ও বর্বর স্বৈরশাসন। আইয়ুব খানের অপশাসনের যে গল্পটি খলিফা হারুন অর রশিদের চরিত্রের মাধ্যমে চিত্রায়ণ করা হয়েছে, তা যেন আজও ভাস্বর। আইয়ুবি অপশাসনের ইতিহাস উঠে এসেছে নাটকে।’

নাটকে অভিনয় করেছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঞ্চ ও পোশাক পরিকল্পনা করেছেন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক মহসিনা আক্তার। আলোক পরিকল্পনা ও অভিনয় তত্ত্বাবধানে আছেন ধীমান চন্দ্র ব‍‍র্মণ, সহকারী নি‍র্দেশক আবদুর রাজ্জাক।

SN/SA
আরও পড়ুন