ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতের ‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম

ভারতের ‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। দেশটির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নয়াদিল্লিতে এ সম্মাননা পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। এটি ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।

এ বছর তিন ক্যাটাগরিতে ১৩২ জন সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো- পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী। ভারতের রাষ্ট্রপতি ভবনে আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা স্মারক তুলে দেয়ার কথা রয়েছে।

রেজওয়ানা চৌধুরী বন্যা শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপকভাবে সমাদৃত। সঙ্গীত ভুবনে তার পড়াশোনা বিস্তর। তিনি রবীন্দ্রসঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন।

FI/SA
আরও পড়ুন