ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ওটিটিতে আসছে ‘দ্য কেরালা স্টোরি’

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১০ এএম

২০২৩ সালের ৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুদীপ্ত সেনের পরিচালনায় 'দ্য কেরালা স্টোরি'। ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। এরার ওটিটিতে মুক্তি পেতে চলছে 'দ্য কেরালা স্টোরি'। ১৬ ফেব্রুয়ারি থেকে জি-ফাইভে দর্শক ছবিটি দেখতে পারবেন।

ইনস্টাগ্রামে অভিনেত্রী আদাহ শর্মা বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, ‘অবশেষে সারপ্রাইজ! জি-ফাইভে আসছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা। ১৬ ফেব্রুয়ারি থেকে ‘দ্য কেরালা স্টোরি’ দেখা যাবে।’

নির্মাতা সুদীপ্ত সেন বলেন, যারা সিনেমা হলে দেখতে পারেননি, তাদের জন্য সুখবর। এমন একটি সংবেদনশীল বিষয়কে ঘিরে সিনেমা তৈরি করা খুব একটা সহজ কাজ নয়। আমরা নিজে থেকেই এ চ্যালেঞ্জ নিয়েছি বলা চলে। যদিও প্রত্যেক সিনেমা নির্মাতাই নিজের কাজের বিষয়ে একটা আশ্বাস চায়, একটা নিশ্চয়তা চায় আর ‘দ্য কেরালা স্টোরি’র বক্স অফিস সেই নিশ্চয়তা আমাকে দিয়েছে।

গত ৮ মে রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান ছবির নির্মাতারা। শীর্ষ আদালত রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেয়।

MB/FI
আরও পড়ুন