বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে এক সাথে জুটি বেধে পর্দায় হাজির হচ্ছেন মুশফিক ফারহান ও তানজিন তিশা। মাহমুদুর রহমান হিমি নির্মিত ‘সেই তুমি’ শিরোনামের নাটকে এক সঙ্গে দেখা যাবে আলোচিত এ জুটিকে।
গল্পে দেখা যাবে, প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো এক সম্পর্কে ছিলেন ফারহান-তিশা। বহুদিন পর আবার তাদের দেখা; অতঃপর হারিয়ে ফেলা দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হওয়ার চিত্র উঠে আসবে এ গল্পে।

নির্মাতা মাহমুদুর রহমান হিমি জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। তবে সেই জটিল প্রেমের গল্প কতটা জটিল সে বিষয়ে মুখ খোলেননি নির্মাতা। চোখ রাখতে বললেন পর্দায়।
নাটকের প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এ ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। ‘সেই তুমি’ নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।
প্রসঙ্গত, কিছুদিন আগে পর্দার বাইরেও তিশা ও ফারহানের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে যেতে হয়েছে তিশাকে। সে সময় সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে ফারহানকে নিয়ে ইঙ্গিতপূর্ণ কথাও বলেছেন তিনি।
