ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাকিব খানও নিপুণকে ফিরিয়ে দিলেন

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০:২৩ এএম

ঢালিউডে আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে প্যানেল সাজাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন সেটা এখনও স্পষ্ট নয়। 

ঢালিপাড়ায় গুঞ্জন রয়েছে- সভাপতির খোঁজে রীতিমতো মাঠ চষে বেড়াচ্ছেন নিপুণ। এদিকে সংগঠনের বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন শুরুতেই না করে দিয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্য ফেরদৌসও শিল্পী সমিতির নির্বাচন করবেন না বলে জানান। ফলে কাউকে নির্ধারণ করতে পারেননি এই নায়িকা।

জানা গেছে, প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিলের কাছেও গিয়েছিলেন নিপুণ। তিনিও নির্বাচন করবেন না বলে জানান।

এরপর সর্বশেষ গুঞ্জন রটে চিত্রনায়ক শাকিব খানকে সভাপতি পদে চাচ্ছেন নিপুণ। কিন্তু নায়িকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ঢালিউডের কিং খান।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের এক ঘনিষ্ঠজন বলেন, শাকিবের ভাবনা এখন সিনেমা নিয়ে। তাকে সভাপতি পদে নির্বাচন করার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তিনি ‘না’ করে দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৪ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির তফসিল প্রকাশ করা হয়। ভোটগ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ আগামী ২৭ এপ্রিল। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

SN/FI
আরও পড়ুন