শাহরুখের পর এবার বুর্জ খলিফায় প্রদর্শন হবে শাকিবের সিনেমা

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০১:২৫ এএম

ঈদ মানেই যেন শাকিব খানের সিনেমার জয়জয়কার। বিগত কয়েক বছর ধরে এমনটাই চলে আসছে। এবারের ঈদেও শাকিব খান আসছেন নতুন চমক নিয়ে। প্রেক্ষাগৃহে তার অভিনীত সিনেমা ‘রাজকুমার’ রাজত্ব করবে বলেই মনে করছেন তিনি। তবে কেবল বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাবে শাকিবের ‘রাজকুমার’। দুবাইয়ের বুর্জ খলিফায় উন্মুক্ত হবে শাকিবের এই ‘রাজকুমার’র ট্রেলার। এ সময় উদযাপিত হবে নায়কের এবারের জন্মদিনও।

সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান জানান, বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্মদিন বুর্জ খলিফায় যেভাবে উদযাপন হয়, সেভাবে এবার সেখানে উদযাপিত হবে ঢালিউড সুপারস্টারের জন্মদিন।

গুলশান ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে আরশাদ আদনান বলেন, রাজকুমারের প্রচার শুরু হবে শাকিব খানের জন্মদিনে মরুর দেশ থেকে। আমরা মরুর বুক থেকে রাজকুমার সিনেমার প্রমোশন শুরু করতে চাই। আগামী ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন। ওইদিন বুর্জ খলিফায় রাজকুমারের ট্রেলার উন্মোচনা করা হবে। আমরা সেই চেষ্টায় আছি। এজন্য সব ফর্মালিটি সেরে ফেলছি। দুই একদিনের মধ্যে কনফারমেশনও পেয়ে যাব।

এখন প্রশ্ন হচ্ছে বুর্জ খলিফায় প্রচারণার জন্য কত টাকা ব্যয় হবে? বিভিন্ন আন্তজার্তিক পোর্টাল ও মাধ্যম সূত্রে জানা গেছে, ১৬৩ তলা বুর্জ খলিফায় একটি বিজ্ঞাপন বা বার্তা দেওয়ার জন্য খরচ হয় আমিরাতি দিরহাম আড়াই লাখ থেকে প্রায় এক মিলিয়ন আমিরাতি দিরহাম পর্যন্ত। যা বাংলাদেশি হিসেবে প্রায় ৭০ লাখ টাকা থেকে শুরু করে প্রায় তিন কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে।

এই খরচের হিসাব নির্ধারণ করে ‘বুর্জ খলিফা ইন ইমার’। তারা সময় এবং দিনের হিসাব করে এই টাকা নিয়ে থাকে। সাপ্তাহিক ছুটির দিনে এক পরিমাণ অর্থ এবং ছুটির দিন বাদে, সপ্তাহের অন্য দিন ভিন্ন পরিমাণ অর্থ নেয়। আর সময়ের হিসাবে এক থেকে তিন মিনিটের কোনো বিজ্ঞাপন বা বার্তা প্রদর্শনের জন্য, এর সমপরিমাণ অর্থ নেয় তারা।

ছুটির দিন বাদে, এক থেকে তিন মিনিটের ভিডিও বার্তার জন্য আমিরাতি দিরহাম আড়াই লাখ দিরহাম নিয়ে থাকে। যা বাংলাদেশি টাকাতে প্রায় ৭০ লাখ টাকা। কিন্তু সপ্তাহের ছুটির দিনে এই অঙ্ক বেড়ে দাঁড়ায় সাড়ে তিন লাখ আমিরাতি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা।

AS
আরও পড়ুন