ঈদের দিন সালমানের বাংলো থেকে ভাইরাল হয় একটি ছবি। যেখানে সালমানের বান্দ্রার বাড়ির এক কর্মীর সঙ্গে ছবি তুলতে দেখা গেছে রণবীর-আলিয়াকে। আর সেই ছবিই বর্তমানে নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে। ভাইরাল ছবিতে দেখা গেল, রণবীর-আলিয়ার পরনে সাদামাটা পোশাক। সাধারণ সোলোয়ারেই সেজেছেন অভিনেত্রী।
শুক্রবার (১২ এপ্রিল) সকালেই এই ছবি ফাঁস হয়। তারপর থেকেই অনুরাগী মহলে সালমান-রণবীরের একসঙ্গে কাজ করার জল্পনা তুঙ্গে। অনেকের ধারণা, নীতিশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর কোনো চরিত্রেই হয়ত সালমানকে চাইছেন রণবীর কাপুর। আবার কেউ বলছেন, অ্যানিম্যাল-২’তে ভাইজানকে ক্যামিও চরিত্রের প্রস্তাব দিয়েছেন অভিনেতা।
এক অনুরাগী বললেন, একে অপরের সঙ্গে ১০ বছর ধরে কথা বলতেন না। টানা দশ বছরের তিক্ততা মিটিয়ে তার মানে ঈদেই কাছাকাছি এলেন সালমান-রণবীর। তাহলে কি নতুন কোনো কাজ আসছে? পুরো বিষয়টাই যদিও এখনও জল্পনার স্তরে। সূত্র: হলিউড হাঙ্গামা।
