ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শাহরুখের মেয়ে সুহানার 'ব্রেকআপ'

আপডেট : ০৬ মে ২০২৪, ০১:১১ পিএম

শাহরুখ খানের অভিনয় এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকের ব্যাপক আগ্রহ রয়েছে। এবার শাহরুখ খানের কন্যার আগ্রহের কমতি নাই দর্শকদের। সুহানা খান সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, ‘আমি ব্রেক আপ করেছি’। হঠাৎ এমন কথা কেন বললেন সুহানা?

সুহানার প্রেমিক কে তা নিয়ে ভক্তদের রয়েছে নানা প্রশ্ন। সুহানা কবে প্রেম করলেন, আর কেনই বা ব্রেকআপ করলেন তা নিয়ে আলোচনা চলছে। আর এই আলোচনার নেপথ্যে ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওটি। এরপর নেটিজনদের প্রশ্ন কার সঙ্গে ব্রেকআপ করছেন সুহানা খান। 

তবে সুহানা আসলে ভক্তদের সঙ্গে রসিকতা করেছেন। ভিডিওতে তিনি স্পষ্ট করেই বলেছেন, এতদিন তিনি যে সাবান ব্যবহার করতেন, সেগুলোর সঙ্গে ব্রেকআপ করেছেন তিনি। কারণ এখন তার জীবনে এসেছে লাক্স।

বলিউডে দীর্ঘদিন ধরেই শাহরুখ কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সুহানার এই বিজ্ঞাপনের কারণে নতুন করে প্রেমের সম্পর্কটি সামনে আসে। সুহানার এই পোস্টে অবশ্য অগস্ত্যের মা শ্বেতা বচ্চন মন্তব্য করেছেন। কমেন্ট বক্সে দুটি ইমোটিকন দিয়েছেন তিনি।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি।

MB/FI
আরও পড়ুন