এবার ভাঙা হাতেই কানের লাল গালিচায় কালো যাদু দেখালেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব।’ ৭৭তম জমকালো এই আসরে ইতোমধ্যে নজরকাড়া লুকে ভিড় জমাচ্ছেন দেশি-বিদেশি তারকারা।
উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সম্মোহনী জাদু ছড়ালেন বলিউডের রাই সুন্দরী। পঞ্চাশের গণ্ডি পেরোনো ঐশ্বরিয়ার রূপের ছটায় অনেকটাই ঝলমলিয়ে উঠল কান। প্রতি বছরের মতো এবারেও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে। রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে। গাউনের টেইলজুড়ে সোনালি ফুল, পোশাকের সঙ্গে মিলিয়ে তার ক্যাটস আইলাইনার এবং বোল্ড লিপ, সোনালি স্টেটমেন্ট দুলও নজর কাড়লো সবার।

২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন নায়িকা। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী।
মেয়ের জন্মের পর থেকেই নিজের ক্যারিয়ারে রাশ টেনেছেন অ্যাশ। তবে কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত শরিক হন তিনি। এক আন্তর্জাতিক বিউটি ব্র্যান্ডের মুখ হিসাবে কানে অংশ নেন তিনি। এবার মেয়ে আরাধ্যার হাত ধরেই ফ্রান্সে হাজির হয়েছেন বচ্চন বধূ। প্লাস্টার জড়ানো হাতে তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। কম্পিটিশন সেকশনের ছবি মেগালোপলিশের স্ক্রিনিং-য়ে প্লাস্টার হাতেই দেখা মিলল ঐশ্বরিয়ার।
