চলচ্চিত্র নিয়ে আলোচনায় না থাকলেও নিজের সব অদ্ভুত কর্মকাণ্ড নিয়েই পরিচিত ঢালিউড অভিনেতা জায়েদ খান। দেশ-বিদেশে স্টেজ শো মাতিয়ে বেড়াচ্ছেন জায়েদ খান। সিডনি মাতিয়ে দেশে ফেরার বেশ কিছুদিন পরই লন্ডনে উড়াল দিলেন এই অভিনেতা। এবার জায়েদ খানের সঙ্গী হিসেবে দেখা গেল জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমসকে।
বুধবার (২২ মে) সকালে লন্ডনের উদ্দেশে রওনা দেন জেমস ও জায়েদ খান। সেখানে একই মঞ্চে হাজির হয়ে দর্শক মাতাবেন দুজন। অনুষ্ঠান উপস্থাপনা করবেন জায়েদ খান। আর গান পরিবেশন করবেন জেমস। ভ্রমণের সময় তোলা দুটো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জায়েদ খান। ছবিতে দেখা গেল, একা বিমানের আসনে বসে আছেন জায়েদ খান। অন্যটি নগরবাউল জেমসকে পাশে নিয়ে সেলফি। ছবির ক্যাপশনে জায়েদ খান লিখেছেন, ‘লন্ডন কলিং’।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’-এর পোস্টার শেয়ার করে বিষয়টির জানান দেন জায়েদ খান। ক্যাপশনে লিখেছেন, ‘তৈরি হও লন্ডন। দেখা হবে আগামী ২৬-২৭ মে।’ পোস্টারে জায়েদ খানের সঙ্গে জেমসের ছবিও দেখা গেছে।
