এক ঝলকে অপূর্বর চমক

আপডেট : ২৪ মে ২০২৪, ০৮:২০ পিএম

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। বিশেষ করে নাটকে তিনি অপ্রতিদ্বন্দ্বী। দর্শক মনে মুগ্ধতা ছড়িয়েছেন একাধিক নাটক দিয়ে।

গত বছর ওটিটিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ 'বুকের মধ্যে আগুন', যেখানে গোলাম মামুন চরিত্রে অপূর্ব ছিলেন বেশ আলোচিত। এবার আসছে তার স্পিন-অফ সিরিজ ‘গোলাম মামুন’।

শিহাব শাহীনের নির্মাণে এ সিরিজের টিজার প্রকাশ্যে এসেছে ২৩ মে। তাতে নাম ভূমিকায় ব্যতিক্রম রূপে চমক দেখিয়েছেন অপূর্ব।

এক মিনিট ৯ সেকেন্ডের টিজারে দেখা যায়, একটি বড় মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন গোলাম মামুন, যা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেজন্য নিজেকে প্রস্তুত করতে দেখা যায় তাকে। তবে গোলাম মামুনের এক অতীত ঘটনা তাকে তাড়া করে বেড়ায়।

ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশের ফেইসবুক পেইজে টিজার প্রকাশ করে লেখা হয়েছে, “নতুন রহস্যের সমাধানেও, অতীত কি গোলাম মামুনের পিছু ছাড়বে?”
  
টিজারের সঙ্গে জানানো হয়েছে, ‘গোলাম মামুন’ মুক্তি পাবে আসন্ন কোরবানির ঈদে। এ সিরিজে আরো থাকছেন ইয়াশ রোহান, আবু হুরায়রা তানভীর, তমা মির্জা, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ প্রমুখ।

NC/WA