এক হাজার অনুরাগীকে আলিঙ্গন করছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জিন। দক্ষিণ কোরিয়ারি সিউলের জামসিল স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার (১৩ জুন) আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচিত এক হাজার অনুরাগীকে আলিঙ্গন করেন জিন। এছাড়া ভক্তদের ওই অনুষ্ঠানে গান গেয়েও শোনান ৩১ বছর বয়সী এই সংগীত শিল্পী।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিনের ফেরার এই ঘটনা রীতিমত উৎসবে রূপ নিয়েছে সিউলে। ওই অনুষ্ঠানে চার হাজার শ্রোতা উপস্থিত থাকলেও মঞ্চে উঠে জিনকে আলিঙ্গনের সুযোগ পেয়েছেন এক হাজার অনুরাগী। এক র্যাফেল ড্রর মাধ্যমে এই এক হাজার ভক্তকে বেছে নেয় কর্তৃপক্ষ।

সিউল শহরের উত্তরে ইয়নচেয়ন শহরের এক প্রশিক্ষণকেন্দ্র থেকে গত ১২ জুন ছাড়পত্র পেয়েছেন জিন। এ সময় কোরিয়ার সামরিক বাহিনীর পোশাকে দেখা গেছে তাকে। প্রশিক্ষণকেন্দ্রের গেইট দিয়ে বেরিয়ে আসার পর বিটিএসের হিট গান ‘ডায়ানামাইট’ বাজিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
জিন সামরিক প্রশিক্ষণে যোগ দিয়েছিলেন ১৮ মাস আগে, দলের সদস্যের মধ্যে তিনিই বিটিএসের প্রথম সদস্য হিসেবে প্রশিক্ষণ শেষ করলেন।
জিন বলেন, ব্যান্ডের সদস্য ও অনুরাগীদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। ঘাঁটি থেকে বের হয়ে এসে আমি কেঁদে ফেলেছিলাম। সত্যি বলছি গত দেড় বছর দারুণ সময় কাটিয়েছি।
বিটিএসের বাকি সদস্যদের মধ্যে আরএম, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক এখনো প্রশিক্ষণ নিচ্ছেন। তারা জিনকে অভিবাদন জানিয়েছেন।
বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ২০২৫ সালের জুনে সামরিক বাহিনী থেকে তাদের দায়িত্ব শেষ হবে।
