ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঈদে মুক্তি পাওয়া ওটিটির বিশেষ পাঁচ কন্টেন্ট

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৯:২২ পিএম

দিন যত বাড়ছে, ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তাও ততই বাড়ছে। বাড়ছে বাংলা ওয়েব কনটেন্টের জনপ্রিয়তাও। গল্পে থাকছে বৈচিত্র্য। পাশাপাশি অভিনয় করছেন দেশের জনপ্রিয় তারকারা। অ্যাকশন, থ্রিলার, মার্ডার মিস্ট্রি, ভিন্ন গল্পে প্রতিনিয়তই আসছে নতুন সব ওয়েব ফিল্ম ও সিরিজ; যেগুলোর নেশায় মজে থাকছেন প্রায় সব শ্রেণির দর্শক। ঈদুল আজহা উপলক্ষে দেশের ওটিটিতে প্লাটফর্মগুলোতে এসেছে নতুন কন্টেন্ট। সেসব নিয়েই এই আয়োজন

চরকি

অভিনেতা হিসেবে সংগীতশিল্পী তাহসানকে বহুবার টেলিভিশনে দেখা গেলেও এবার তাঁর অভিষেক ঘটছে ওটিটি প্ল্যাটফর্মে। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া আরিফুর রহমানের পরিচালনায় চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’-তে অভিনয় করেছেন তিনি। এ সিরিজে তাহসানকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাচ্ছে। সাসপেন্স ড্রামা ঘরানার এ সিরিজে তাহসান খান ছাড়াও অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার, রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকে

দীপ্ত প্লে

টানা তিনটি সিনেমা ফ্লপের পর সুপারহিট সিনেমার দেখা পেয়েছেন চিত্রনায়িকা রুপা মির্জা। অনবদ্য অভিনয়ের সুবাদে পুরস্কারও বাগিয়েছেন তিনি। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তিনি। নিজের সাফল্য উদযাপনে আলো ঝলমলে পার্টির আয়োজন করেন রুপা। সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রুপা মির্জার অন্ধকার অতীত সামনে আসে। শত্রু ও মিত্র, মুখ ও মুখোশের গোলকধাঁধায় পুরোনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ।

এমনই এক নায়িকা জীবনকে ওয়েব চলচ্চিত্র ‘পয়জন’-এ তুলে ধরেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। এর মূল চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। মামুনুর রশিদ তানিমের রচনায় এ ওয়েব সিনেমায় তানজিন তিশা, তানভীর ছাড়াও অভিনয় করেছেন টাইগার রবি, রওনক রিপন, আবদুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।

আইস্ক্রিন

২০১৮ সালে চ্যানেল আইয়ে মেগা টিভি সিরিজ হিসেবে প্রচারিত হয়েছিল ‘সাত ভাই চম্পা’। নতুন সংযোজনের মাধ্যমে সেটি এবার ফিল্ম হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। সেন্সর বোর্ড থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ছাড়পত্রও নেওয়া হয়েছে; যা আসছে আইস্ক্রিনে। প্রথমবারের মতো ঐতিহ্যে সমৃদ্ধ ফোক ফ্যান্টাসি গল্প নিয়ে তৈরি ‘সাত ভাই চম্পা’ (আদি পর্ব-১) মুক্তি দিচ্ছে ওটিটি প্ল্যাটফর্মটি।

ঈদ উপলক্ষে আজ ১৬ জুন থেকে আইস্ক্রিনের দর্শকরা প্রিমিয়াম কনটেন্ট হিসেবে ‘সাত ভাই চম্পা’ উপভোগ করতে পারবেন। এতে ৫২টি জোনে বিভিন্ন চরিত্রে অমিত সিনহা, শানারাই দেবী শানু, নওশাবা আহমেদ, মুনমুন আহমেদ, আহমেদ শরীফ, মানস বন্দ্যোপাধ্যায়সহ ২০০ শিল্পী অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন রিপন নাগ। চিত্রনাট্য করেছেন রিপন নাগ, নাজাকাত খান, ইমতিয়াজ সজীব।

বঙ্গ

কাজল আরেফিন অমির ‘ফিমেল’-এর সব ক’টি কিস্তিই ইউটিউবে দারুণ দর্শক সাড়া পেয়েছে। দর্শকের আগ্রহ থেকে ঈদের আজহায় এবার চতুর্থ কিস্তি ‘ফিমেল-৪’ নিয়ে এসেছেন এই পরিচালক। সিরিজটি এবার বঙ্গে দেখা যাবে ওয়েব ফিল্ম হিসেবে। ‘ফিমেল-৪’-এ দেখা যাবে ইরেশ যাকেরকে। আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, শরাফ আহমেদ জীবন, পাভেল, বাচ্চু, শিমুল, শিবলু, ফারিন খান প্রমুখ।

হইচই

ঈদুল আজহার আনন্দ আরও আনন্দময় করে তুলতে হইচইয় বাংলাদেশ প্রকাশ করেছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। আট পর্বের সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ইতোমধ্যে প্রশংসিত হচ্ছে সিরিজটি।

MHR/WA
আরও পড়ুন