ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বদলে গেল সুস্মিতা সেনের জন্মদিন!

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৯:৩৬ এএম

তার রূপের ছটায় মোহিত পুরো বিনোদন বিশ্ব! সে হচ্ছে বলিউডের সুস্মিতা সেন। সম্প্রতি তার একটি কাণ্ড নিয়ে চিন্তায় ভক্ত ও অনুরাগীরা। আবারও শিরোনামে অভিনেত্রী সুস্মিতা সেন। 

যার কারণ হলো এই বিশ্ব সুন্দরী তার ইনস্টাগ্রাম বায়ো-তে জুড়েছেন নতুন ডেট অফ বার্থ (জন্মদিনের তারিখ)। আর তারপর থেকেই ধন্দে ভক্ত ও অনুরাগীরা। সবাইকে অবাক করেছে সুস্মিতার এই সিদ্ধান্ত। কারও সন্দেহ, এর সঙ্গে সুস্মিতার ২০২৩ সালে হওয়া হার্ট অ্যাটাকের কোনও সম্পর্ক নেই তো?

বায়োতে পরিবর্তন
সুস্মিতা সেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘দ্বিতীয় জন্ম তারিখ’ উল্লেখ করেছেন। লিখেছেন, ‘দ্বিতীয় ডিওবি: ২৭/০২/২০২৩’।

কিছু ভক্ত বিভ্রান্ত হলেও, অনেকেই বুঝে নেন, দ্বিতীয় জন্ম তারিখটি গত বছর তার হার্ট অ্যাটাকের সঙ্গে যুক্ত। অতীতেও তাকে বলতে শোনা গিয়েছিল যে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে একটি বিশাল হার্ট অ্যাটাকে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসেন তিনি। তবে এবারই প্রথম তারিখ উল্লেখ করলেন তিনি।

AHA/FI
আরও পড়ুন