ক্যানসার লড়াইয়ের নতুন বার্তা দিলেন হিনা

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৮:২৯ পিএম

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সিরিয়াল থেকে রিয়েলিটি শো, সবেতেই দাপটের সঙ্গে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। 'ইয়ে রিস্তা কেয়া ক্যাহলাতা হ্যায়' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পান হিনা। টেলিভিশন দর্শকদের কাছে আজও তিনি 'অকসরা' নামেই বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হিনা।

বেশ কয়েকদিন আগে হিনার হাসপাতালে শুয়ে থাকার ছবি দেখা যায় ইনস্টাগ্রামে। আর তখন থেকেই অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। পরে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তার ক্যানসারের কথা। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে থাকা হিনা তার ভক্তদের জানিয়েছিলেন,  ‘ ...আমি এবং আমার পরিবারের সকলেই পজিটিভ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, এই যুদ্ধে আমি জিতবই। আমার জন্য প্রার্থনা করবেন।'

সোমবার হিনা আরও একটি পোস্ট করেন। সেখানে ক্যানসার-যোদ্ধাদের সাহসকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ’ আমার এই পোস্ট সেই সব সাহসী এবং লড়াকু মানুষদের জন্য, যাঁরা এই লড়াইটা লড়ছেন। আমি চাই, আমার জার্নি যেন ওঁদেরও অনুপ্রেরণা জোগায় এবং ওঁদের লড়াইয়ের গল্পগুলোয় একটা করে নতুন পাতা যোগ করতে পারে। আর মনে রাখবেন, আমাদের শরীরে হয়তো দাগ থাকবে কিন্তু আমরা ভয় পাব না। এই কঠিন সময় ঠিক পেরিয়ে যাবে।'

হিনা শারীরিক কষ্টের সঙ্গে লড়াইয়ে মানসিক শক্তিকে অস্ত্র করে তুলেছেন। সেই শক্তির বশেই ক্যানসারের চোখে চোখ রেখে বলছেন, 'দাগ থাকতে পারে, ভয় নয়।' এই পোস্ট শেয়ার করার পর অনেকেই তাঁকে ভালবাসা এবং সমর্থন জানিয়েছেন।

RY/WA