ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভক্তদের যে পরামর্শ দিলেন তাসনিয়া ফারিণ

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১০:৪০ এএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজের মধ্য দিয়ে বরাবরই প্রশংসিত এই অভিনেত্রী। ইতোমধ্যে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতেও কাজ করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি গান গেয়েও ভক্তদের চমকে দিয়েছিলেন ফারিণ। তিনি এত ভালো গান করেন, সেটি জেনেই ভক্তরা হয়েছিলেন বিস্মিত। 

যদিও বিদেশের মঞ্চে গাইতে গিয়ে সামান্য সংখ্যক শ্রোতা এই তারকাকে একবার নাজেহাল করেছিল খানিকটা। তবে এবার ইংরেজি গান গেয়ে সমালোচকসহ ভক্তদের চমকে দিলেন ফারিণ।

সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে ফারিণ একটি ভিডিও শেয়ার করেছেন ভক্ত-অনুরাগীদের মাঝে। সেখানে দেখা যায়- আলো-আঁধারি মেখে বিষণ্নমুখে আপন খেয়ালে অভিনেত্রী গাইছেন ল্যাবরিন্থের ‘জেলাস’ গানটি। একেবারে পুরো গানটি গেয়েছেন ফারিণ। আর সেই ভিডিও যেন মুহুর্তেই ছড়িয়ে পরে নেট দুনিয়ায়। তাতে ফারিণেল প্রসংশায় মেতেছেন ভক্তরা।

তবে গানটির সঙ্গে ছিল ফারিণের লম্বা বার্তা। সেখানে তিনি জানান দিলেন নিজের ভেতর উপলব্ধির কথা।

তাসনিয়া ফারিণ বলেন, গান গাওয়া আমার জন্য এক ধরনের থেরাপি। যখনই মন খারাপ থাকে, এ ধরনের ধ্যানে মগ্ন হয়ে যাই। সংগীত আমার সবচেয়ে মূল্যবান বন্ধু। যে সবসময়, ভালো-মন্দে, পাশে ছিল। এই মধ্যরাতের সেশন আবারও মনে করিয়ে দিল, বেঁচে থাকার জন্য আমাকে গাইতেই হবে। আমি যেন মানুষের মতো চলতে-ফিরতে পারি, তার জন্য এই গানটা দরকার।

ভক্ত-অনুরাগীদের প্রতি কঠিন বার্তা দিয়ে ফারিণ আরও বলেন, জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক না কেন, সেই জিনিসটাকে হারাতে দিও না, যেটি তোমাকে জীবিত রাখে।

উল্লেখ্য, সর্বশেষ ওয়েব সিরিজ ‘চক্র’-তে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। ২০০৭ সালের ১১ জুলাই ময়মনসিংয়ের এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। যে ঘটনায় গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়। মূলত সেই ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে এটি বানানো হয়। এতে ফারিণের সঙ্গে জুটি বাঁধেন তৌসিফ মাহবুব।

SN/FI
আরও পড়ুন