সোনাক্ষীর যে ছবি নিয়ে নেটিজেনদের মনে নানা প্রশ্ন?

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১২:৫০ পিএম

দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে চলতি বছরের ২৩ জুন বিয়ে সারেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের চার মাস হতে না হতেই জোর গুঞ্জন চলছে নেটিজেন ও ভক্তদের মনে। সোনাক্ষী মা হতে চলেছেন? সম্প্রতি এই জুটির নতুন কিছু ছবির আলোচনাতেই মেতেছে নেটিজেনরা।

বিয়ের পর নানা সময়ই নিজেদের বিবাহিত জীবনের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এই তারকা দম্পতি। কিন্তু সম্প্রতি জহির ইকবাল যে পোস্ট করেছেন সেটা ঘিরেই শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের ধারণা, কয়েক মাস কাটতে না কাটতেই সন্তানসম্ভবা সোনাক্ষী সিনহা! 

সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল রোববার (২৭ অক্টোবর) একটি দিওয়ালি পার্টিতে গিয়েছিলেন। সেখানকার বেশ কিছু ছবি এবং ভিডিও এদিন তারা পোস্ট করেন সামাজিক মাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি লাল রঙের আনারকলি পরেছেন। তাতে রয়েছে ভরাট কাচের কাজ। জহির ইকবালকে দেখা যায় নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামায়। কিন্তু তারা যেভাবে পোজ দিয়েছেন একত্রে তাতেই নাকি নেটিজেনরা সোনাক্ষীর বেবি বাম্প দেখতে পেয়েছেন তাও ঢিলে ঢালা আনারকলির মধ্যে দিয়ে। আর এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। অনেকে তো আবার সেই পোস্টে তাদের শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন।

সোনাক্ষী এবং জাহিরের প্রথম সন্তান আসছে ভেবে একজন লিখেছেন, গর্ভবতী হওয়ার জন্য শুভেচ্ছা। আরও একজন লিখেছেন, শীঘ্রই খুদে সদস্য আসছে মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা। একজন লিখেন, গর্ভবতী অবস্থায় কী দেখাচ্ছে সোনাক্ষী সিনহাকে। কেউ আবার লিখেন, নজর না লাগে। ভালো থাকুন।

তবে এখনও পর্যন্ত সোনাক্ষী বা জহির কেউই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়া বা তাদের প্রথম সন্তান আসছে কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। ফলে এই গুঞ্জন নিছকই গুজব নাকি বাস্তব সেটা সময় এলেই জানা যাবে।

AHA/FI
আরও পড়ুন