ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে কারণে থানায় জিডি করলেন ওমর সানী

‘এরপর মর্নিং ওয়াক শেষে বাড়িতে ঢুকেই বুঝতে পারেন বেশকিছু মূল্যবান জিনিস, নগদ অর্থ খোয়া গেছে তার’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর বাসায় নগদ টাকাসহ তিনটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে। এতে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সকালে ওমর সানীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওমর সানী জানান,  ওইদিন সকালে মর্নিং ওয়াকে বের হয়েছিলেন তিনি। এরপর মর্নিং ওয়াক শেষে বাড়িতে ঢুকেই বুঝতে পারেন বেশকিছু মূল্যবান জিনিস, নগদ অর্থ খোয়া গেছে তার।

বাড়িতে চুরির প্রসঙ্গে সানী গণমাধ্যমকে বলেন, ‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরলে বুঝতে পারি বাড়িতে চুরি হয়েছে।’

সানী আরও বলেন, ‘আমার স্যামসাং এস টুয়েন্টি আল্ট্রা, অপ্পো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও নেই।’
 
বাসায় চুরির ঘটনায় ওইদিনই ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সানী। অজ্ঞাতনামা চোরদের দ্রুত খুঁজে পেতে চুরি যাওয়া তিন ফোনের আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দিয়েছেন এ অভিনেতা।

AS/NC
আরও পড়ুন