ঈদে মুক্তি পেল মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। সারাদেশে একযোগে ১২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এ সিনেমা।
সিঙ্গেল স্ক্রিন, সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সবমিলিয়ে দেশজুড়ে পাঁচশ’র বেশি শো চলছে ‘বরবাদ’ এর। রাজধানীর ‘মধুমিতা’ সিমেমা হলে কেক কেটে শুভ উদ্বোধন হয়েছে এ ছবির। যা নিয়ে ফেসবুকে চলছে শাকিব ভক্তদের উচ্ছ্বাস।
প্রতিটি প্রেক্ষাগৃহেই শাকিব ভক্তদের উপচে পড়া ভিড় রয়েছে বলে খবর আসছে। আর প্রথম দিনেই প্রশংসায় ভাসছে ‘বরবাদ’।
বসুন্ধরা সিটির সিনে কমপ্লেক্সে ছবিটি দেখে বাঁধ ভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছেন শাকিব ভক্তরা। তাদের অধিকাংশই বয়সে তরুণ।

‘শাকিব খানের অভিনয় দেখার জন্য আসছি, উনার অভিনয় অনেক সুন্দর হইছে, ভাল লাগছে’—খবর সংযোগের কাছে একদমে বললেন এক তরুণ দর্শক।
নারী দর্শকদের উচ্ছ্বাস যেন কিছু বেশি। তার ভাষায়, ‘শাকিব খানের যে কয়টা ছবি দেখছি, তার মধ্যে এটি অসাধারণ! ভয়ংকর অভিনয়! আমি তো কাঁপছিলাম মুভিটা দেখে!’
আরেক যুবকও পিছিয়ে নেই প্রশংসায়। তিনি বলেন, ‘ম্যাগি মশলার মতো পাঁচ মিশালী মুভি ‘বরবাদ’। অ্যাকশন-ইমোশন, কী নাই! এ রকম মুভি দেশের ইন্ডাস্ট্রিতে আগে কখনো হয় নাই! সামনে ইনশাল্লাহ আরো হবে। আমাদের এক্সপেক্টেশন অনেক। কলকাতা ইন্ড্রাস্ট্রিতেও এরকম মুভি হয় নাই!’
আরেক নারী দর্শক এক কথায় সারেন, ‘বলার ভাষা নাই ভাই! অনেক ভাল হইছে!’
বলা ভাল, ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। আগেই পোস্টার, টিজার ও গানে দর্শক মাতিয়েছে এ ছবি। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।
