ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পাইরেসি নিয়ে যা বললেন শাকিব খান

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১১:৪১ এএম

পাইরেসি রোধ করা চলমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিভিন্ন সফটওয়্যার, মুভি, মিউজিক, বই এবং গেমস পাইরেসির মাধ্যমে ব্যাপকভাবে বিতরণ ও ডাউনলোড করা হচ্ছে। এতে সৃষ্টিশীল শিল্প ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করছে।

এদিকে ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার

র সিনেমা ‘বরবাদ’। সিমেমাপ্রেমীরা যখন প্রেক্ষাগৃহে গিয়ে ‘বরবাদ’ দেখছেন তখন কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’ এর পাইরেসি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পাইরেসিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘পাইরেসিকে রুখে দিন। বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন।’

শাকিবের কথায়, ‘আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন। পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করুন, অথবা কর্তৃপক্ষকে জানান।’

শেষে বলেন, ‘দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরেসিকে না বলুন।’ কমেন্ট বক্সে নেটিজেনরা শাকিবের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এনামুল শেখ নামে এক নেটিজেন লিখেছেন, ‘পাইরেসিকে খুব কঠিন ভাবে দমন করতে হবে এই বিষয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কে পদক্ষেপ নিতে হবে।’

SN/KK
আরও পড়ুন