ঢাকা
সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

আজ যুক্তরাষ্ট্রের ১৫ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বরবাদ’

আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১০:২৩ এএম

ঈদে মুক্তির প্রথমদিন থেকেই বেশ দাপট দেখিয়েছে শাকিব খানের ‘বরবাদ’। এবার যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু প্রেক্ষাগৃহে ‘বরবাদ’ মুক্তি পাবে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি।

এ তথ্য নিশ্চিত করে সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমী জানান, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে; আর তাতে দর্শকের সাড়াও রয়েছে যথেষ্ট।

শুক্রবার (১৮ এপ্রিল) থেকে প্রথম সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের ১৫ টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে শাকিবের ‘বরবাদ’। একইসঙ্গে শাকিবের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস ইউএসএ- আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রের পরিবেশক হতে যাচ্ছে।  

এদিন বাংলাদেশ সময় ভোর ৫ টার দিকে এক ফেসবুক পোস্টে শাকিব খান লেখেন, ‘বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে চলেছে ‘বরবাদ’। পরিবার, বন্ধুবান্ধব ও আপনজনদের নিয়ে নিকটস্থ থিয়েটারে গিয়ে উপভোগ করুন ‘বরবাদ’।’

JA
আরও পড়ুন