অস্ট্রেলিয়ায় ‘বরবাদ’

টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন দর্শক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১২:২৪ পিএম

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের প্রেক্ষাগৃহেও ঝড় তুলেছে ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। ইতোমধ্যে নর্থ আমেরিকা, ইউরোপের পর ওশেনিয়ায় মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মধ্যে শনিবার (২৬ এপ্রিল) অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বরবাদ’সিনেমার দুটি শো হাউজফুল হওয়ার পরেও টিকিটি না পেয়ে ফিরে গেছেন অনেক সিনেমা প্রেমী দর্শক।

বরবাদ সিনেমার পোস্টার: ফাইল ছবি

অস্ট্রেলিয়ায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিয়েছে ঈগল এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির ডিরেক্টর সাব্বির চৌধুরী সম্প্রতি গণমাধ্যমে বলেছেন, যারা অগ্রিম টিকিট সংগ্রহ করেছিলেন তারাই ছবি দেখতে পাচ্ছেন। অনেকে অন্য সিনেমা দেখতে এসে পরে ‘বরবাদ’ দেখতে চাইছেন, কিন্তু টিকিট নেই। আজ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন তারা। বরবাদের শুরুটা দারুণভাবে হচ্ছে। সামনের দিনগুলো অনেক ভালো যাবে।

বরবাদ সিনেমার পোস্টার: ফাইল ছবি

এদিকে অস্ট্রেলিয়া ছাড়াও নিউজিল্যান্ডে ‘বরবাদ’ যৌথভাবে পরিবেশন করছে ঈগল এন্টারটেইনমেন্ট, সেরিশ আলমিরা এবং বাজ প্রডাকশনস।  অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইনসল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি, নর্দার্ন টেরিটোরি এবং নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং তাউরাঙ্গা শহরগুলোতে চলছে ‘বরবাদ’।

ঢিালিউড কিং শাকিব খান: ফাইল ছবি

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।

SN
আরও পড়ুন