ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তিন সেকেণ্ডের চুমুর দৃশ্য নিয়ে যা বললেন অভিনেত্রী

আপডেট : ৩০ মে ২০২৫, ১১:০৯ এএম

সম্প্রতি দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী অভিরামীর অভিনীত ‘থাগ লাইফ’ এর ট্রেলার প্রকাশ হয়। সেখানে অভিনেতা কমল হাসানের সঙ্গে তার তিন সেকেন্ডের একটি চুম্বন দৃশ্য নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

ব্যাপারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন শোরগোল তখনই খোলামেলা কথা বলেছেন অভিরামী। তিনি বলেন, আজকাল জনসাধারণের সমালোচনা এড়ানো কঠিন। তবে বিতর্ক যাই হোক না কেন, তা ঘটতেই থাকবে। পরিচালক মণি রত্নমের দৃষ্টিভঙ্গি বা কাস্টিং পছন্দ নিয়ে প্রশ্ন তোলা কাজ নয় আমার।

এ সময় ভাইরাল চুম্বন দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে স্পষ্টভাবে তিনি বলেন, এট মাত্র তিন সেকেন্ডের। ট্রেলারে কেবল এটিই দেখানো হয়েছে, যা একটু বিভ্রান্তিকর। তবে আপনি যখন সিনেমাটি দেখবেন, তখন দৃশ্য এবং চুম্বনের দিকে যাওয়ার বিষয়টি বেশ উপভোগ করবেন। যা গল্পের সঙ্গে ভালোভাবে মানানসই। আমার কাছে মনে হয়, এটি নিয়ে এত আলোচনা হওয়া অপ্রয়োজনীয়।

অভিনেত্রী আরও বলেন, সম্ভবত প্রচারণা ও দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে দৃশ্যটি হাইলাইট করা হয়েছে। অবশ্য এ ধরনের কৌশল ইন্ডাস্ট্রিতে এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে কোনো ধারণা করার আগে সবাইকে সিনেমাটি দেখার অনুরোধও জানান অভিরামী।

মণি রত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ সিনেমাটি আগামী ৫ জুন মুক্তি পেতে যাচ্ছে প্রেক্ষাগৃহে। এতে অভিরামী ছাড়াও আরও অভিনয় করেছেন তৃষা ও সিলামবারাসন ট্রি-সহ একঝাঁক তারকাশিল্পী।

JA
আরও পড়ুন