ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছড়িয়ে পড়েছে আশা ভোঁসলের মৃত্যুর খবর, যা জানা গেল

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৪:৪৭ পিএম

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রয়াত হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে অনুরাগীদের মাঝে। চোখ ভিজে ওঠে কোটি ভক্তের। কিন্তু তার পরিবার জানিয়েছেন, এটি গুজব।

সম্প্রতি শাবানা শেখ নামে এক ফেসবুক ব্যবহারকারী ফুল দিয়ে সাজানো আশা ভোঁসলের একটি ছবি শেয়ার করেন। গুজবের শুরু এখান থেকেই। পরবর্তীতে পোস্টটি মুছেও দেওয়া হয়। সেই পোস্টে লেখা ছিল, ‘বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে আর নেই, একটি সংগীত যুগের অবসান (০১ জুলাই ২০২৫)।’ 

আর যা দেখে রীতিমতো বিচলিত হয়ে পড়েন কিংবদন্তী এই গায়িকার অনুরাগীরা। সে খবরের প্রতিক্রিয়া জানিয়ে ছেলে আনন্দ ভোঁসলে ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘এটা ভুয়া খবর।’

গত মাসে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আশা। রেখার ১৯৮১ সালের ছবি ‘উমরাও জান’-এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন।

আশা ভোঁসলে হিন্দি সিনেমার সবচেয়ে সফল গায়িকাদের একজন। আট দশকেরও বেশি সময় ধরে চলা তার কর্মজীবনে তিনি একাধিক ভারতীয় ভাষায় সিনেমা এবং অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন এবং পুরস্কারও পেয়েছেন। তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত করা হয়।

RK/Raj
আরও পড়ুন