চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ রুনা খান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লম্বা সফর শেষে দেশে ফিরেছেন তিনি। দেশে এসেই খবর দিলেন নতুন সিনেমা করার। চলচ্চিত্র: দ্য সিনেমা’ নামে চলচ্চিত্রে অভিনয় করছেন বলে জানান তিনি।

চলচ্চিত্র: দ্য সিনেমা প্রসঙ্গে রুনা খান বলেন, গত শীতে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাবার্তা শুরু হয় নির্মাতা আলী জুলফিকার জাহেদীর সঙ্গে। গল্পটা শোনালে আমার ভালো লাগে। এরপর সিনেমাতে চুক্তিবদ্ধ হই। অভিনয় করবো একজন চিত্রনায়িকার ভূমিকায়।

তিনি বলেন, বাস্তবতার ছোঁয়া থাকে এমন চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে । ছবিত্র ব্যক্তিজীবনের চড়াই-উৎরাই নিয়েই চরিত্রটি কিন্তু সাদা বা কালো নয়, বেশ কমপ্লেক্স আছে তার মধ্যে। অভিনয়ের জায়গাটা ভালো করে পাওয়া যায়।

তিনি আরও বলেন, এই সিনেমার আগে কখনোই নায়িকার ভূমিকায় অভিনয় করিনি। অবশ্য এ ধরনের চরিত্র নিয়ে আমাদের এখানে কাজ তো খুব কম হয়। তবে আমি সিনেমার নায়িকার চরিত্র প্রথম করলেও এর আগে যাত্রার প্রিন্সেস ও সার্কাসের প্রিন্সেসের চরিত্রে দুটি নাটক করেছি।
আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি