ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

না ফেরার দেশে জসবিন্দর ভাল্লা    

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম

না ফেরার দেশে চলে গেলেন ৯০ দশকের পঞ্জাবি কমেডি জগতের অন্যতম পরিচিত মুখ জসবিন্দর ভাল্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।  

শুক্রবার (২২ অগস্ট) সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারা। তার মৃত্যুতে পঞ্জাবি চলচ্চিত্রে অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।  

পঞ্জাবি সিনেমায় কমেডিকে নতুন করে সংজ্ঞায়িত করেছিলেন জসবিন্দর ভাল্লা। তার নিখুঁত কমিক টাইমিং, ব্যঙ্গাত্মক সংলাপ, প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মন জয় করেছে। ‘গাদ্দি চালদি হ্যায় ছাল্লা মারকে’, ‘ক্যারি অন জাত্তা’, ‘জিন্দ জান’ এবং ‘ব্যান্ড বাজে’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমাপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। 

তিন দশকের বেশি সময় ধরে পঞ্জাবি সিনেমায় রাজত্ব করেছেন এ কিংবদন্তি অভিনেতা। ‘দুলহা ভাট্টি’ মতো আইকনিক কমেডি সিনেমার মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন। ‘ক্যারি অন জাট্টা ট্রিলজি’ সিনেমায় অ্যাডভোকেট ধিলনের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৩ অগস্ট) দুপুর ১২টায় মোহালির বালোঙ্গি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।  

LH/AHA
আরও পড়ুন