ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেমসকে কেন ‘গুরু’ ডাকা হয় 

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ এএম

রক ব্যান্ড নগরবাউল মানেই জেমস। তার নাম শুনলেই ভক্তের উন্মাদনা বেড়ে যায়। গুরু হিসেবে খ্যাত জেমসের গান মানেই শ্রোতাদের সীমাহীন উচ্ছ্বাস। দেশ ছাড়াও বিদেশেও কনসার্ট মাতান তিনি।

তবে অনেকেই হয়তো জানেন না, কেন তাকে ‘গুরু’ নামে ডাকা হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বেসরকারি টেলিভিশনের লাইভ সংগীত অনুষ্ঠানের অংশবিশেষ ভাইরাল হয়েছে। ওই অনুষ্ঠানে সরাসরি মোবাইলের মাধ্যমে ভক্তদের কথা শুনছিলেন জেমস। ভাইরাল ভিডিওতে এক নারী ভক্তকে বলতে শোনা যায়, ‘আপনি শুধু বাংলাদেশের ‘গুরু’ নন। সারাবিশ্বে বাংলা গানের গুরু।

এরপর ওই ভক্ত মিতভাষী জেমস কে জিজ্ঞেস করেন- আপনি কি জানেন কেন আপনাকে ‘গুরু’ ডাকা হয়? এক কথা শুনে মৃদু হাসি দিয়ে জেমস বলেন- ‘না’। তখন ওই নারী ভক্ত ‘গুরু’ ডাকার ব্যখ্যা দিয়ে বলেন, আপনি যখন চিৎকার করে গান করেন মনে হয় সিংহের গর্জন দিচ্ছেন। সিংহ হচ্ছে বনের রাজা, আপনি বাংলা গানের রাজা। ভক্তের কথা শুনে হৃদয় নিংড়ানো হাসি দিয়ে ধন্যবাদ জানান জেমস।

ভক্তরা জেমস কেন ‘গুরু’ বলে ডাকেন, এ বিষয়ে বছর দুই আগে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, গুরু মানে যিনি সবকিছু জানেন। আমি তেমন কিছুই না। ভালোবেসে তারা হয়তো আমাকে গুরু নামে ডাকেন।

এরপর তিনি যোগ করেন, কবে থেকে আমাকে গুরু নামে ডাকা শুরু হয়েছে জানি না। কেন ডাকে তাও বলতে পারি না। হয়তো ভালোবেসে ডাকে।

চর দশকের বেশি সংগীত জীবনে কণ্ঠ দিয়েছেন বাংলা, হিন্দি সিনেমার গানসহ আটটি একক অ্যালবামে। এরমধ্যে ‘ভিগি ভিগি’, ‘কবিতা…’, ‘ছেলে আমার বড় হবে’,  ‘সুন্দরীতমা’ ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, ‘বাবা’,  ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’ গানগুলো তুমুল জনপ্রিয়।

HN
আরও পড়ুন