ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘আপত্তিকর’ ছবি ভাইরাল, আদালতে অভিযোগ ঐশ্বরিয়ার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

ঐশ্বরিয়া রাই বচ্চন শুধুমাত্র একজন বলিউড তারকা নন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী। তার সৌন্দর্য, মেধা এবং অভিনয় প্রতিভা বিশ্বজুড়ে প্রশংসিত। সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের অন্তরঙ্গ ছবি ভাইরালের। ঠিক তখন সেগুলোকে ভুয়া দাবি করে আদালতের দ্বারস্থ হলেন ঐশ্বরিয়া।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে অভিযোগ করেছেন অভিনেত্রী।

অভিযোগে ঐশ্বরিয়া জানিয়েছেন, অনুমতি ছাড়া বিভিন্ন ওয়েবসাইট তার নাম ব্যবহার করে পণ্য বিক্রি করছে এবং তার এআই-নির্মিত আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়ে দিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়ার আইনজীবী আদালতে তার ছবিগুলো অনুমোদন ছাড়া ব্যবহার করার বিবরণ জমা দিয়েছেন। তার ছবি, নাম কিংবা কণ্ঠস্বর কোনোরকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার যাতে না করা যায় সেই আবেদন জানিয়েছেন।

মঙ্গলবার বিচারপতি তেজাস কারিয়ারের বেঞ্চে মামলাটি ওঠে। শুনানিতে ঐশ্বরিয়ার পক্ষে সিনিয়র আইনজীবী সন্দীপ সেঠি জানান, একাধিক ওয়েবসাইট বিনা অনুমতিতে ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে ব্যবসা করছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন ঐশ্বরিয়ারাইওয়ার্ল্ডডটকম নামে একটি ওয়েবসাইটের কথা। যা নিজেদের ঐশ্বরিয়া রাইয়ের ‘অফিসিয়াল ওয়েবসাইট’ দাবি করছে, অথচ অভিনেত্রীর পক্ষ থেকে এমন কোনো অনুমোদন দেওয়া হয়নি।

আইনজীবী আরও বলেন, আরেকটি সংস্থা নিজেদের অফিশিয়াল নথিতে ঐশ্বরিয়াকে চেয়ারম্যান হিসেবে দেখিয়েছে। অথচ অভিনেত্রীর এর সঙ্গে কোনো যোগাযোগ বা সম্মতি নেই।

আইনজীবী সন্দীপ সেঠি আদালতকে জানান, অজ্ঞাতনামা ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করছে ঐশ্বরিয়ার নামে, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি অশ্লীল ছবি ছড়িয়ে দিচ্ছে।

আদালত গুগলের লিঙ্কগুলো দ্রুত সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। বিচারপতি মৌখিকভাবে বলেন, এ ধরনের অনুমতিবিহীন ব্যবহারের বিরুদ্ধে আদালত নিষেধাজ্ঞা জারি করবেন।

MH/FJ
আরও পড়ুন