ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপের থিম সং গাইলেন শ্রেয়া ঘোষাল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম

২০২৫ সালের নারী ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়ালেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। এই বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘ব্রিং ইট হোম’যার বাংলা অর্থ ‘শিরোপা ঘরে তোলো’তিনি গেয়েছেন।

গানটি ক্রিকেট মাঠের স্বপ্ন, সাহস এবং অধ্যবসায়কে ফুটিয়ে তুলেছে। এতে রয়েছে আকর্ষণীয় হুক লাইন ‘তারিকিটা তারিকিটা তারিকিটা ধম’ এবং ‘ধক ধক, উই ব্রিং ইট হোম’, যা নারীদের উদ্যম এবং স্বপ্নের সঙ্গে সংযুক্ত। মিউজিক ভিডিওতে নারীদের ক্রিকেটের গৌরবময় মুহূর্ত, উজ্জ্বল নৃত্যশৈলী এবং চমৎকার ভিজ্যুয়ালস দর্শকদের নতুনভাবে অনুপ্রাণিত করবে।

শ্রেয়া ঘোষাল বলেন, আইসিসি নারী বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। নারীদের ক্রিকেটের শক্তি, ঐক্য ও উদযাপনকে তুলে ধরতে গানটি গাওয়া আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। আমি চাই এই গান ভক্তদের অনুপ্রাণিত করুক এবং দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করুক।

গানটি ইতিমধ্যেই স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, জিওসাভন, ইউটিউব মিউজিক, ইনস্টাগ্রাম এবং ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে।

HN
আরও পড়ুন