ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া ঘোষাল

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০১:৩৪ পিএম

আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্ট হওয়ার কথা ছিল। অক্টোবরে কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। তবে তারিখ এখনও জানানো হয়নি।

শনিবার (৩১ আগস্ট) সকালে শ্রেয়া ঘোষাল সোশাল মিডিয়ায় তিনি লিখলেন, কলকাতায় সম্প্রতি যে নৃশংস ঘটনা ঘটেছে, আমাকে তা গভীর ভাবে প্রভাবিত করেছে। এক জন মহিলা হিসাবে ঘটনার নৃশংসতায় আমি শিউরে উঠছি। নির্যাতিতাকে কী ধরনের অত্যাচার সহ্য করতে হয়েছিল, তা ভেবেই আমার গায়ে কাঁটা দিচ্ছে।

গায়িকা শ্রেয়া ঘোষাল

আমি এবং আমার প্রচারক এফএম সংস্থা এই পরিস্থিতিতে কলকাতার কনসার্টটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৪ সেপ্টেম্বর ওই কনসার্ট হওয়ার কথা ছিল। আগামী অক্টোবরে কনসার্টটি হবে। আমরা সকলেই এই কনসার্টের জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে প্রতিবাদীদের পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ। শুধু ভারত নয়, সারা বিশ্বের মহিলাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণের পর হত্যা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে করছেন রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা কলকাতায়। সূত্র: সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার

MB/FI
আরও পড়ুন