নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় কাওয়ালি কনসার্ট

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:১৫ এএম

উপমহাদেশের কিংবদন্তি কাওয়ালি সম্রাট নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ কাওয়ালি ও সুফি সংগীত সন্ধ্যা। 'শাম-ই-নুসরাত' শিরোনামে এ আয়োজনটি হবে আগামী ২৫ অক্টোবর। সন্ধ্যা ৬টা থেকে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে শুরু হবে এই সংগীতানুষ্ঠান।

ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস এবং কারার - দ্য সুফি ব্যান্ড যৌথভাবে আয়োজন করেছে এই ব্যতিক্রমধর্মী কনসার্ট। 

আয়োজকরা জানিয়েছেন, নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সংগীত জীবন এবং তার আধ্যাত্মিক সুরের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। তাকে স্মরণ করে এই কনসার্টে পরিবেশিত হবে সুফি ঘরানার কাওয়ালি ও আধ্যাত্মিক সংগীত, যা শ্রোতাদের নিয়ে যাবে এক অনন্য মরমি অভিজ্ঞতায়।

অনুষ্ঠানে পারফর্ম করবে সুফি ব্যান্ড কারার। যারা নুসরাত ফতেহ আলী খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ পরিবেশনায় মুগ্ধ করবে উপস্থিত শ্রোতাদের। এছাড়াও, থাকবে সুফি ড্যান্স পারফরমেন্স।

আয়োজকরা জানান, এই কনসার্ট উপভোগ করতে হলে গুনতে হবে প্রতি টিকিট ১ হাজার টাকা। পাওয়া যাচ্ছে টিকিটো বাংলাদেশ নামের ওয়েবসাইটে।

HN
আরও পড়ুন