কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১১:১২ এএম

হংকং চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম কাণ্ডারি এবং বিশ্বখ্যাত মার্শাল আর্ট আইকন ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই। গত বুধবার (১৪ জানুয়ারি) চীনের শেনঝেনে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। মৃত্যুর চার দিন পর, রোববার (১৮ জানুয়ারি) তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

ব্রুস লিয়াং ছিলেন হংকং সিনেমার ইতিহাসের সেই বিখ্যাত চার ‘ড্রাগন’ এর একজন, যারা বিশ্বজুড়ে কুং ফু সিনেমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এই কিংবদন্তি চতুষ্টয়ের অন্য তিনজন হলেন ব্রুস লি, জ্যাকি চ্যান এবং তি লুং। ৭০ এর দশকে ক্যারিয়ার শুরু করা লিয়াং তার কঠোর পরিশ্রম এবং বাস্তবধর্মী শক্তিশালী অ্যাকশনশৈলীর জন্য চলচ্চিত্র প্রেমীদের কাছে অবিস্মরণীয় হয়ে আছেন।

মৃত্যুর আগে ভক্তদের জন্য একটি আবেগঘন ও রহস্যময় বার্তা রেখে গেছেন ব্রুস লিয়াং। নিজের অফিসিয়াল ডৌইন অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘আমি খুব, খুব দূরের এক জায়গায় সিনেমার শুটিং করতে চলে গেছি। বিদায় না জানিয়েই চলে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করো। মনে করো যে, আমি অনেক দূরের কোথাও একটি সিনেমার শুটিংয়ে গেছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বিষয়টি গোপন রাখতে চেয়েছিলাম। আমার হয়ে ভালোভাবে বেঁচে থেকো। ভালোবাসা সবসময়ই আছে। মনে রেখো, আমি তোমাদের সবাইকে ভালোবাসি।’

১৯৭০ এর দশকে অভিনয়জীবন শুরু করা ব্রুস লিয়াং ‘দ্য লিজেন্ডারি ফক’ এবং ‘ফিস্ট অব ফিউরি’-তে চেন ঝেন চরিত্রে অভিনয় করে এশিয়াজুড়ে তুমুল জনপ্রিয়তা পান। আশির দশকে দীর্ঘ বিরতিতে গেলেও, ২০০৪ সালে স্টিফেন চৌ পরিচালিত ব্লকবাস্টার ‘কুং ফু হাস্টল’-এ খলনায়ক ‘দ্য বিস্ট’ চরিত্রে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও আইকনে পরিণত হন তিনি।

তার প্রয়াণে শোক প্রকাশ করে ‘কুং ফু হাস্টল’ পরিচালক স্টিফেন চৌ ইনস্টাগ্রামে লেখেন, ‘চিরদিন স্মরণে থাকবেন মিস্টার লিয়াং সিউ-লুং।’ জ্যাকি চ্যানও এক আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেন এবং মার্শাল আর্ট সিনেমায় তার অনন্য অবদানের কথা উল্লেখ করেন।

ব্রুস লিয়াং সিউ-লাংয়ের বিদায় কেবল একজন অভিনেতার প্রস্থান নয়, বরং মার্শাল আর্ট চলচ্চিত্রের এক স্বর্ণালি অধ্যায়ের পরিসমাপ্তি। তার সৃষ্টি করা চরিত্র এবং শক্তিশালী লড়াইয়ের শৈলী আজীবন সিনেমাপ্রেমীদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

NB/AHA
আরও পড়ুন