ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দর্শকই আমার প্রাণশক্তি: হানিফ সংকেত

আপডেট : ২০ মে ২০২৪, ১১:০১ এএম

দেশের সবচাইতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। দীর্ঘ ৩৬ বছর সমানতালে চলছে। কারণ এর গ্রন্থনা, পরিকল্পনা এবং পরিচালনা যার হাত ধরে, তিনি একজনই হানিফ সংকেত।

তিনি দৈনিক একটি পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন, কোনো অনুষ্ঠানে বিরতি পড়ে গেলে তা আর করতে দেওয়া হতো না। ইত্যাদিতে যেন বিরতি না পড়ে, সে জন্য আমি বহুদিন বিদেশে যাওয়া থেকে বিরত থেকেছি। আর আমি ইত্যাদি দর্শকদের মধ্যে বসে নিজে দেখতাম। এর ফলে মানুষের সঙ্গে আমার একটা যোগাযোগ স্থাপিত হতো। এই যে ভালো কাজের হোটেল। আমি তাদের কাছে জানতে চাইলাম বিশদভাবে। তারা আমার সঙ্গে দেখা করল। বুঝলাম, এদের কাজের স্বচ্ছতা আছে। আমি এদের নিয়ে প্রতিবেদন করলাম। আজ তাদেরই একজন আরিফের ‘ভালো কাজের হোটেল’ অনেক বড় হয়ে গেছে। পুরস্কার পাচ্ছে বিভিন্ন জায়গায়। পলান সরকারের কথা জাতিকে ইত্যাদিই প্রথম জানায়। তিনি একুশে পদক পান। গহের আলী ১০ হাজার তালগাছ লাগিয়েছেন। আমি প্রতিবেদন করলাম। তিনি প্রথম পরিবেশ পদক পেলেন। এখন কয়েক লাখ তালগাছ তিনি লাগিয়েছেন। ইত্যাদিতে প্রচার করা গ্রিন সেভার্সের রনি অনেক পুরস্কার পেয়েছেন, এ বছর পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক। এমনই আরও অনেকেই রয়েছেন, ইত্যাদিতে যাদের নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়েছে, তারা জনকল্যাণ ও মানবিক কাজে নিয়োজিত আছেন এবং মানুষের কল্যাণ করে যাচ্ছেন।

একটি অনুষ্ঠানকে সবচেয়ে সুন্দর করার জন্য আমি একবিন্দু ছাড় দেন না। ছাড় দিলে তো ৩৬ বছর চালাতে পারতাম না। দর্শকই আমার প্রাণশক্তি। তাদের অনুপ্রেরণায় আজও চালিয়ে যাচ্ছি। আরেকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। সত্যতা ও সততা। আপনি যদি সৎ না হন, আপনি যত কিছুই করেন না কেন, একসময় থেমে যাবেন, আপনি এগোতে পারবেন না। একসময় না একসময় আপনি লিক করবেন। কাজের প্রতি নিষ্ঠা আর আন্তরিকতা থাকতে হবে। শিল্পকর্মে ব্যবসা প্রাধান্য দেওয়া যাবে না। আর দ্রুত কিছু অর্জন করার চেষ্টা করলে টেকাও যাবে না। দ্রুত পরিচিতি অর্জন, দ্রুত টাকা অর্জন—সব পেতে চায়, কিছু দিতে চায় না। না দিয়ে যাঁরা পেতে চান, তাঁরা টিকবেন না। ইতিহাস তাঁদের মনে রাখবে না।

HK/FI
আরও পড়ুন