সাম্প্রতিক সময় সবচেয়ে ব্যবসা সফল সিনেমার মধ্যে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি অন্যতম। সিনেমাটিতে অভিনয় করেছিল বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ও ভারতের জনপ্রিয় নায়িকা ইধিকা পাল। আগে বাংলাদেশের জনগণ এই নায়িকাকে না চিনলেও সিনেমাটি মুক্তির পরে সবার কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। বিশেষ করে প্রিয়তমা গানটি মানুষের মনে আলাদা জায়গা করে নেয়।
জনপ্রিয় এই গানে আবারও নাচতে দেখা গেল শাকিব খানের নায়িকা হিসাবে পরিচিত ইধিকা পালকে। তবে তার সঙ্গে শাকিব ছিলেন না। ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আরেক চিত্রনায়ক নিরব হোসেন।
সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে আয়োজন করা হয়েছে বাঙালিদের উৎসব 'বাংলা কার্নিভাল ২০২৪।' গতকাল ২২ জুন আলোকজ্জ্বল শহরটির আজমাইন ইন্ডিয়ান অ্যাশোসিয়েশন হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ইধিকা ও নিরব জুটির পারফর্ম উপভোগ করলেন স্থানীয় বাঙালিরা।
ইধিকার সঙ্গে নাচে অংশ নিয়ে নিরব বলেন, ‘শাকিব ভাইয়ের প্রিয়তমা একটি কালজয়ী গান। শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ইধিকা পাল। ইধিকার সঙ্গে মঞ্চে আমি পারফর্ম করলাম। প্রবাসী ভাই বোনেরা আমাদের দুজনকে বেশ ভালোভাবে গ্রহণ করেছেন, উপভোগ করেছেন তারা।
ইধিকা সম্পর্কে এ অভিনেতা বলেন, ‘ইধিকা অসাধারণ একজন মেয়ে। আমরা যখন নাচের অনুশীলন করছিলাম তখন সে আমাকে ভালোভাবে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছিল। খুবই সহযোগিতাপূর্ণ মনোভাব তার।
এদিকে ইধিকা বাংলাদেশের আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন। দুই-একটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
অন্যদিকে, নিরবের মুক্তির অপেক্ষায় রয়েছে বেশকিছু ছবি।
