ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বজুড়ে কোরিয়ান আলোচিত পাঁচ কে-ড্রামা

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১২:১৬ পিএম

সারা বিশ্বজুড়ে কোরিয়ান নাটকের (কে-ড্রামা) ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বাংলাদেশেও কোরিয়ান নাটক, সিনেমা, সিরিজের রয়েছে অসংখ্য ভক্ত। সারা বছর বাংলাদেশি এসব ভক্তরা মুখিয়ে থাকে কোরিয়ান নাটক কিংবা সিরিজের জন্য।

বিশ্বব্যাপী এসব ভক্তদের জন্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম র‍্যাকুটেন ভিকিতে গত মাসের আলোচিত পাঁচটি নাটকের তালিকা দিয়েছে কোরীয় সংবাদমাধ্যম সুম্পি।

শিক্ষক-শিক্ষার্থীর মধ্যকার প্রেমের অবলম্বনে রোমান্টিক-কমেডি ড্রামা ‘ডেয়ার টু লাভ মি’ নির্মাণ করেছেন জাং ইয়াং হো। দুই চরিত্রে অভিনয় করছেন কিম মিয়োং সু ও লি উ ইয়ং।

যারা রোমান্টিক নাটক দেখতে ভালোবাসেন, তাদের জন্য কিম জিন ম্যান নির্মাণ করেছেন ‘মিসিং ক্রাউন প্রিন্স’। এটি আরেক ড্রামা ‘বোসাম: স্টিল দ্য ফেট’–এর স্পিন অফ। এক যুবরাজকে অপহরণ করেন এক নারী। দুই চরিত্রে অভিনয় করেছেন সুহো ও হং ইয়ে জি।

‘দ্য মিডনাইট রোমান্স ইন হ্যাগওন’রোমান্টিকতা ভরা নাটকটি  নির্মাণ করেছেন আহন পান সিউক। এই ড্রামাই মূল দুই চরিত্রে অভিনয় করেছেন জুং রিয়ো ওন ও হা জুন।

সিউ কি হোয়ান নামে (উম টে গু) এক তরুণ ও হো ইউন হা (হান সান হোয়া) নামে একজন কনটেন্ট ক্রিয়েটরের প্রেম নিয়ে ‘মাই সুইট মবস্টার’ নির্মাণ করেছেন কিম ইয়ং হোয়ান ও কিম উ হিয়োন।

ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

HK/FI