ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সামরিক প্রশিক্ষণ শেষে সুখবর দিলেন বিটিএসের জিন

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ এএম

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার নিয়মানুয়ায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ঘরে ফিরেছেন জিন। এরপরই জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জিনের প্রথম একক অ্যালবাম আসতে যাচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

অ্যালবামের নাম দেওয়া হয়েছে 'হ্যাপি'। অ্যালবামটি প্রকাশ হবে নভেম্বরের ১৫ তারিখে।

বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক জানিয়েছে, ছয়টি ভিন্ন ধরনের গানে ‘হ্যাপিতে’ জিনকে খুঁজে পাবেন তার ভক্তরা। জিনের প্রথম একক অ্যালবামের খবর জানাতে পেরে তারাও রোমাঞ্চিত। সেইসাথে এজেন্সি জিনের প্রথম স্বতন্ত্র অ্যালবামের জোর প্রচারণা চালাচ্ছেন।

এর আগে ২০২২ সালে প্রকাশিত হয় জিনের প্রথম একক গান ‘দ্য অ্যাস্ট্রোনট’। এ ছাড়াও বিটিএস অ্যালবামে ‘অ্যাওয়েক’, ‘এপিফেনি’ ও ‘মুন'র মত চার্ট-টপার থেকে শুরু করে 'টুনাইট', ‘অ্যাবিস’, ‘সুপার টুনা’ নামের জিনের কয়েকটি একক হিট গানও আছে।

বিটিএসের বাকি সদস্যদের মধ্যে আরএম, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক এখনো প্রশিক্ষণ নিচ্ছেন। এছাড়া একটি দুর্ঘটনায় শরীরে চোট পাওয়ায় সোশাল সার্ভিস এজেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছেন সুগা। আগামী বছরে সামরিক বাহিনী থেকে বিটিএস সদস্যদের দায়িত্ব শেষ হবে।

JA/FI
আরও পড়ুন