জনপ্রিয় অভিনেতাে মোশাররফ করিম। নিজের শিল্পীসত্তা ও অভিনয় দক্ষতায় তিনি জয় করে নিয়েছেন অগনিত ভক্তের হৃদয়। বিভিন্ন সময় দারুণ সব চরিত্রে হাজির হয়ে চমকে দিয়েছেন ভক্তদের। গুণি এই শিল্পীর অভিনয়ে ডুবে গিয়ে দর্শক কখনো হাসেন আবার কখনো কখনো কাঁদেন অঝোরে। এবার এই অভিনেতাকে দেখা যাবে ভূতের গল্পে।

ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’। কাজী আসাদের অ্যানথোলজি সিরিজের প্রধান চরিত্রেই দেখা দিবেন তারকা অভিনেতা মোশাররফ করিম। শরীফুল হাসানের ছোটগল্প অবলম্বনে নির্মাতা আসাদ নিজেই করেছেন ‘আধুনিক বাংলা হোটেল’-এর চিত্রনাট্য।

লেখকের ‘খাসির পায়া’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘খাসির পায়া’, ‘হাঁসের সালুন’ তৈরি হয়েছে ‘নো এক্সিট’ গল্প থেকে। আরেকটি পর্ব ‘বোয়াল মাছের ঝোল’ নির্মিত হয়েছে ‘খাবার’ গল্প থেকে।
শুক্রবার (২৫ অক্টোবর) চরকির ফেসবুক পেজে সিরিজের প্রথম পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, দেশি খাবারের সঙ্গে পরিমাণমতো ভূত নিয়ে আসছেন মোশাররফ করিম। নামের মধ্যেই লুকিয়ে আছে সিরিজটির রহস্য, খাবারের সঙ্গে গল্পের যোগ আছে।

মোশাররফ করিম জানান, তিনটি গল্পে তিনভাবে হাজির হবেন তিনি। খাবারের নাম দিয়ে যে এমন সব গল্প হতে পারে, এটা তার ভাবনাতেই ছিল না। তার দাবি, দর্শক সিরিজটি দেখে বিস্মিত হবেন।
মোশাররফ করিম ‘আধুনিক বাংলা হোটেল’ প্রকল্পে চুক্তিবদ্ধ হন গত ৯ জুলাই। সিরিজটির বিভিন্ন পর্বে মোশাররফ ছাড়া আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, নিদ্রা নেহা প্রমুখ।
