বিশ্বনন্দিত গায়িকা টেইলর সুইফট। ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন মার্কিন এই পপ তারকা। যার গানে মেতে ওঠে পুরো বিশ্ব। একের পর এক গানে শ্রোতা-দর্শকদের মাতিয়ে যাচ্ছেন তিনি।
তার কনসার্ট মানেই যেন বিখ্যাত ব্যক্তিদের নজরকাড়া উপস্থিতি। গায়িকার কানাডার এরাস ট্যুরেও এর ব্যতিক্রম হলো না। সেখানে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! শুধু তাই নয়, নেচে-গেয়ে কনসার্ট উপভোগ করেছেন তিনি।
শুক্রবার (২২ নভেম্বর) রাতের টেইলর সুইফটের কনসার্টটি ছিল নানাভাবে তাৎপর্যময়। কারণ গায়িকার এরাস ট্যুরের শেষ ধাপের কনসার্টের একটি এটি। আর এ দিনই হাজির হয়েছিলেন জাস্টিন ট্রুডো। কনসার্টে টেইলর সুইফটের গানে নেচেছেন তিনি।
আমেরিকার গণমাধ্যম টিএমজেডের সূত্র অনুযায়ী, সামজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাইছেন টেইলর সুইফট। আর দর্শক সারিতে দাঁড়িয়ে তার গানের ছন্দে নাচছেন জাস্টিন ট্রুডো। কনসার্টের উন্মাদনা পেয়েছিল তাকেও। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে, এই পপ তারকার গানে মুগ্ধ হয়েছিলেন কানাডার এই প্রধানমন্ত্রী।
