ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হানিমুন নিয়ে ভাইরাল তাহসান-রোজা দম্পতি

গোধূলি লগ্নে প্রকৃতির সৌন্দর্য আর নব দম্পতির খুশি মিলেমিশে একাকার ছবিতে। রোমান্টিক আবহে দারুণ উচ্ছ্বাসিত নব দম্পতি। যা দেখে নেটিজেনরা বলছেন, জীবনের সেরা মুহূর্ত পার করছেন এ জুটি।

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:০৩ পিএম

বিয়ে নিয়ে হইচই ফেলে এবার নেট দুনিয়ায় হানিমুন নিয়ে ভাইরাল তাহসান-রোজা দম্পতি। রোববার (১২ জানুয়ারি) তারা বেশকিছু ঝলমলে ছবি ও একটি ভিডিও

ক্লিপ শেয়ার করেছেন সমাজমাধ্যমে। আর তাই-ই এখন ঘুরছে নেটিজেনদের হাতে হাতে। বিস্তর প্রশংসাও কুড়াচ্ছে এসব ছবি।

তারকা গায়ক ও অভিনেতা তাহসান খান ও স্ত্রী, মেকাপ আর্টিস্ট রোজা আহমেদ বিয়ের দু’দিন পরে (৭ জানুয়ারি) মালদ্বীপে হানিমুনে যান।

 

ছবি ও ভিডিওর ক্যাপশনে রোজা লেখেন, জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। একটি ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক।
 
এদিকে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মধুচন্দ্রিমায় সাগরপাড়ে বালুময় বিচে হাঁটছেন রোজা। এ সময় তিনি পরেছিলেন একটি লাল রঙের স্লিভলেস ক্লাসিক। আর তাহসান পরেছিলেন গোলাপি রঙের শার্ট আর সাদা রঙের থ্রিকোয়াটার প্যান্ট।
 
গোধূলি লগ্নে প্রকৃতির সৌন্দর্য আর নব দম্পতির খুশি মিলেমিশে একাকার ছবিতে। রোমান্টিক আবহে দারুণ উচ্ছ্বাসিত নব দম্পতি। যা দেখে নেটিজেনরা বলছেন, জীবনের সেরা মুহূর্ত পার করছেন এ জুটি।

গত ৪ জানুয়ারি রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়।

তাহসানের নববধূ রোজা আহমেদ বরিশালের মেয়ে। এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না। তার শৈশব কেটেছে বরিশালেই।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’। এটি এখন ব্রাইডাল মেকআপ শিল্পের অন্যতম সফল একটি প্রতিষ্ঠান।

দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি একজন প্রশিক্ষক হিসেবে নারীদের কসমেটোলজিতে দক্ষ করে তুলছেন এবং তাদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রেরণা দিচ্ছেন। তার ফেসবুক পেজ ‘রোজাস ব্রাইডাল মেকওভার’–এ নয় লাখেরও বেশি অনুসারী রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।

এএ
আরও পড়ুন