ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিয়ের পরিকল্পনার মাঝেই বিচ্ছেদের পথে তারা!

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম

বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের জনপ্রিয় তারকা তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। বিয়ের পরিকল্পনা মাঝেই সোশ্যাল মিডিয়ায় এ খবর ছড়িয়ে পড়েছে।

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তামান্না এবং বিজয়ের মধ্যে বিচ্ছেদ হলেও তাদের একে-অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ বন্ধনে কোনো প্রভাব ফেলতে পারেনি। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক সপ্তাহ আগেই ব্রেকআপ হয়েছে তামান্না ও বিজয়য়ের। তবে একে-অপরের ভালো বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করছেন দুজন। 

আপাতত দুজনেরই ফোকাস ক্যারিয়ারে। যদিও বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী তামান্না এবং বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না জানান, আগামী বছরই বিয়ে করতে চলেছেন তিনি। 

তবে সেই বিয়ের আগেই প্রকাশ্যে এলো অভিনেতার সঙ্গে তার বিচ্ছেদের খবর। 

তামান্না ও বিজয়ের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় ২০২৩ সালে, যখন লাস্ট স্টোরিজ ২ মুক্তির আগে গোয়ায় নববর্ষ উদযাপনের সময় তাদের একসঙ্গে দেখা যায়। সুজয় ঘোষের পরিচালিত এই অ্যান্থলজি সিনেমাতেই প্রথমবার স্ক্রিন শেয়ার করেন তারা। কাজের সূত্রেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে এবং প্রেমের গুঞ্জন শুরু হয়। বেশ কিছুদিন জল্পনার পর ফিল্ম কম্প্যানিয়ন জুনকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন তামান্না।  

এরপর থেকেই একে অপরের সঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। একে অপরের পোস্টে কমেন্ট থেকে শুরু করে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হওয়া, তাঁদের রসায়ন নজর কেড়েছিল ভক্তদের।

NC
আরও পড়ুন