নারী ও শিশুর প্রতি ধর্ষণ, নির্যাতন ও সহিংসতারোধে ‘হেল্প’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। যেখানে পুলিশ ও স্বেচ্ছাসেবীরা কাজ করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
চলতি বছরের সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে গত ৫ মার্চ। ওইদিন দিবাগত রাতে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হন ৮ বছরের শিশু আছিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সিএমএইচ হাসপাতালে মারা যায় সে। এঘটনার সময়সাময়িক আরও বেশ কিছু ঘটনার আলোচনায় আসে। গত ৯ মার্চ রাতে ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জে চার মাসের এক অন্তঃসত্তা নারীকে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার নাম করে পানগাঁও ঋষিপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডেকে নিয়ে কয়েকজন পালাক্রমে ধর্ষণ করেছে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।
শুধু এ দুটি নয়, চলতি বছর এমন আরও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৮৫টি। এর মধ্যে ধর্ষণের পর চার জনকে হত্যা করা হয়েছে। এক জন ধর্ষণের শিকার হওয়ার পর আত্মহত্যা করেছে। ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার ৫৭ জনের মধ্যে ১৬ জন শিশু, ১৭ জন কিশোরী রয়েছে।
অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে তিন জন কিশোরী ও ১৪ জন নারী, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন দুই জন নারী। এ ছাড়া ধর্ষণের চেষ্টা ১৯টি, যৌন হয়রানি ২৬টি, শারীরিক নির্যাতনের ৩৬টি ঘটনা ঘটেছে এই মাসে।
এমন পরিস্থিতিতে সহিংসতা রোধে সম্প্রতি পুলিশের হটলাইন সেবার পাশাপাশি শর্টকোড চালুর সিদ্ধান্ত নেয় সরকার। পুলিশের ডিজিটাইজেশনে সরকার যে চারটি উদ্যোগ গ্রহণ করেছে, তার মধ্যে এই শর্টকোড চালুর সিদ্ধান্ত অন্যতম। তবে এসব উদ্যোগে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে বেসরকারি সংস্থাও।
দেশে নারীদের নিরাপত্তার কথা ভেবে প্রথবারের মতো এমন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। পুলিশের সঙ্গে যৌথভাবে অ্যাপভিত্তিক পরিষেবা শুরুর দিকে শুধু গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
নারীর প্রতি সহিংসতার কোনও ঘটনা এখন থেকে ‘HELP-হেল্প (হ্যারাসমেন্ট অ্যালিমিনেশন লিটারেসি প্রোগ্রাম)’ নামে একটি অ্যাপে লিপিবদ্ধ হলে তৎক্ষণাৎ সেটি ‘এফআইআর’ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে ডিএমপি। এই অ্যাপে স্বেচ্ছাসেবীরাও কাজ করবেন বলেও জানিয়েছে সংস্থাটি।
কীভাবে কাজ করবে 'হেল্প অ্যাপে’
‘হেল্প’ একটি মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক প্রকল্প, যা ঢাকা শহরের পাবলিক ট্রান্সপোর্টে নিরাপত্তা নিশ্চিতের জন্য তৈরি করা হয়েছে। এটি কেবলমাত্র স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহারকারী নারীদের জন্য ডিজাইন করা। এর মাধ্যমে চলন্ত বাস বা যেকোনও পাবলিক ট্রান্সপোর্টে নারীরা চলাচলের সময় তার সঙ্গে ঘটা যেকোনও ইভ টিজিং বা যৌন নিপীড়নের জন্য তৎক্ষণাৎ সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন, ঘটনার রিপোর্ট করতে পারবেন।
পাইলট প্রকল্প হিসেবে এই সেবাটি ঢাকার মোহাম্মদপুর থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। যদিও সীমিত আকারে সেবাটি দেশের যেকোন প্রান্ত থেকে নারীরা নিতে পারবেন। মোহাম্মাদপুর বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ পর্যন্ত চলা বাসে কিউআর কোড স্থাপন ও এই অঞ্চলে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা স্বেচ্ছাসেবক দলও তৈরি করা হবে, যেন নারীরা সরকারি সহায়তার পাশপাশি ইমার্জেন্সি ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের কাছ থেকে দ্রুত রেসপন্স পেতে পারেন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
জিপিএস ট্রেকিং এর মাধ্যমে নারীর প্রকৃত অবস্থান জেনে দ্রুতই যেন সহায়তা নিশ্চিত করা যায় সে ব্যাপারেও এই অ্যাপ্লিকেশন কার্যকর ভূমিকা রাখবে এবং স্বেচ্ছাসেবকদের এক্ষেত্রে ম্যানুয়ালি কাজ করারও অবস্থা থাকছে।
এই এপ্লিকেশন নারীদের যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করা এবং জরুরি সহায়তা পাওয়ার পথকে সহজ করবে। সরকারের ইমার্জেন্সি হেল্পলাইন ৯৯৯, নিকটবর্তী থানা, ভিক্টিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, নারী নির্যাতন প্রতিরোধ সেলকে কানেক্ট করবে হেল্প। ফলে ইমার্জেন্সি অবস্থায় নারীরা যেমন সহায়তা পাবেন তেমনি পূর্ণাঙ্গ রিপোর্ট তথ্য প্রমাণাদিসহ দেওয়ার ব্যবস্থাও থাকছে এই অ্যাপ্লিকেশনে।
এ প্রসঙ্গে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, একটি বেসরকারি সংস্থার উদ্যোগে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘হেল্প’ নামে অ্যাপটি চালু করা হয়েছে। এ অ্যাপটির মাধ্যমে নারীরা পুলিশের কাছে তাদের অভিযোগ জানাতে পারবেন।
