সেনাবাহিনীতে যোগ দেওয়ায় বিটিএস থেকে বিরতি নিয়ে একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন কে-পপ তারকা জিমিন। নিজের দ্বিতীয় একক অ্যালবামে বাজিমাত করেছেন তিনি।
গত বছর ১৯ জুলাই অ্যালবামের গান ‘হু’ প্রকাশ করে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন এই তারকা। গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে।
স্পটিফাইয়ে ‘হু’ শুনতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা। গানটি প্রকাশের ২৭০ দিনের ব্যবধানে এক কোটি ৬০ লাখ বার শোনা হয়েছে। এশীয় শিল্পীদের মধ্যে রেকর্ড গড়েছেন তিনি।

কোরীয় সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড জানিয়েছে, এশীয়দের মধ্যে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিবার কোনো একক গান শোনার রেকর্ড জিমিনের দখলে। বৈশ্বিক তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন তিনি। গত বছরের ১৯ জুলাই গানটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। গানটি বিলবোর্ডের তালিকায় জায়গা করে নিয়েছিল।
বিলবোর্ডের ‘হট ১০০’ তালিকায় ১৪তম স্থানে ছিল। ৩৩ সপ্তাহ ধরে এই অবস্থান ধরে রাখে। বিলবোর্ডের বাইরে আইটিউনসের তালিকায়ও ছিল গানটি। হিপহপ গানটি ১১৯ দেশের তালিকায় শীর্ষে ছিল। গত সপ্তাহে ইউটিউবে গানটি ১০ কোটি ভিউ ছাড়িয়েছে।

২০২২ সালে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন জিমিন, আরএম, সুগারা। ২০২৩ সালের ১২ ডিসেম্বর সামরিক প্রশিক্ষণে যোগ দেন জিমিন। আগামী জুলাইয়ে প্রশিক্ষণ শেষ করবেন তিনি।
