ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যৌনতা প্রসঙ্গে যা বললেন তামান্না

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০২:৪৭ এএম

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া শুধু পর্দায় নয়, ব্যক্তিজীবনেও সাহসী ও খোলামেলা বক্তব্য দিয়ে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা প্রসঙ্গে স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

এই বিষয়ে তামান্না বলেন, যখন মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা এমন কৌশল নেয় যাতে আপনি নিজের কাজের জন্য লজ্জিত ও অপরাধী মনে করেন। যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত করতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন।

তিনি আরও বলেন, যৌনতা পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক ও পবিত্র বিষয়, কিন্তু সমাজ মানুষকে এ নিয়ে লজ্জা পেতে শেখায়। তামান্নার ভাষায়, যৌনতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর জন্যই আমরা পৃথিবীতে আছি।

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘আজ কি রাত’ গানে তামান্নার নাচ অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। গানটি প্রকাশের পর বহু নারী তার শারীরিক আত্মবিশ্বাস ও সাহসিকতার প্রশংসা করেন। তাদের কাছে তামান্না হয়ে ওঠেন অনুপ্রেরণার প্রতীক। 

কিন্তু তামান্না জানিয়েছেন, সে সময় নিজেকে তিনি যথেষ্ট ছিপছিপে বলেই মনে করতেন।

SN
আরও পড়ুন