দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (BIFF) চালু হলো একটি নতুন আন্তর্জাতিক পুরস্কার-‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
এ বছর বুসানের ৩০তম চলচ্চিত্র উৎসবেই প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করা হবে। উৎসবের পর্দা উঠবে আগামী ১৯ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৫ সেপ্টেম্বর।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই পুরস্কার দেওয়া হবে ‘ভিশন এশিয়া’ সেকশনের প্রতিযোগী চলচ্চিত্রগুলোর মধ্যে থেকে এমন একটি ছবিকে, যার থিম হবে সামাজিক ন্যায়বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে লড়াই।
পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতার হাতে ফেস্টিভ্যালের সমাপনী দিনে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’ তুলে দেওয়া হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই পুরস্কারের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করা হচ্ছে, যা ছিল এক অসামরিক আন্দোলন। গণতন্ত্র এবং নাগরিক অধিকারের দাবিতে।
চলচ্চিত্রের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছানোর এ উদ্যোগকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে কোরীয় সরকার ও ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ।
ডেলিভারি বয়ের বেশে ‘মান্নাতে’ প্রবেশের চেষ্টা