বাংলাদেশের লোকসংগীত অঙ্গনের এক অমর নাম ফরিদা পারভীন। তার সঙ্গীতজীবন যেমন প্রশংসিত, তেমনি শিক্ষাজীবনও ছিল নান্দনিক ও সাংস্কৃতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

ফরিদা পারভীনের প্রাতিষ্ঠানিক স্কুল জীবন কেটেছে বিভিন্ন শহরে। শৈশবের শুরুতে তিনি মাগুরায় পড়াশোনা শুরু করেন। পরে কুষ্টিয়ার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মীর মশাররফ হোসেন বালিকা বিদ্যালয় (বর্তমান সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়) এবং মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন।
এরপর কুষ্টিয়ার মীর মশাররফ হোসেন বালিকা বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন। ১৯৭৪ সালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং পরবর্তীতে কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগে অধ্যয়ন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৬-৭৯ সালে অনার্স পাঠ শেষ করেন।
ফরিদা পারভীনের শিক্ষাজীবন শুধু পাঠ্যপুস্তক বা পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তার প্রাতিষ্ঠানিক ও সংগীত শিক্ষাজীবন একসাথে তাকে গড়ে তোলে লালনগীতির এক উজ্জ্বল কণ্ঠশিল্পী হিসেবে। আজও তার শিক্ষাজীবন এবং সংগীতচর্চার মেলবন্ধন বাংলাদেশের লোকসংগীতের অমর ঐতিহ্য হিসেবে স্মরণীয়।
শহীদ মিনারে ফরিদা পারভীনের মরদেহে সকালে শ্রদ্ধা
যেভাবে ফরিদা পারভীনের সঙ্গীতাঙ্গনে আসা