ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এক দশক পর আবারও ফিরলো তরুণ রক ব্যান্ড সিক্স

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

দীর্ঘ এক দশকের বিরতি ভেঙে আবারও ফিরে এলো তরুণ রক ব্যান্ড ‘সিক্স’। ২০১২ সালে নেসক্যাফে গেট সেট রক রিয়েলিটি শো-এর চ্যাম্পিয়ন হয়ে যাত্রা শুরু করা ব্যান্ডটি ২০১৫ সাল থেকে নিষ্ক্রিয় ছিল। অবশেষে নতুন গান ‘এইতো সময় ২’ প্রকাশের মাধ্যমে প্রত্যাবর্তনের ঘোষণা দিল তারা।

Band-Six 1

ব্যান্ডের ভোকালিস্ট পাবলো পিকাসো জানান, দীর্ঘ ১০ বছর পর আমাদের নতুন গান মুক্তি পেল। আমরা নতুন অ্যালবামের কাজ করছি এবং গানগুলো সিঙ্গেলস আকারে প্রকাশ করব। পাশাপাশি আবারও লাইভ কনসার্টে ফেরার প্রস্তুতিও নিচ্ছি। আশা করি শ্রোতারা আগের মতোই আমাদের ভালোবাসবেন।

২০১৩ সালের মার্চ মাসে সিক্স তাদের প্রথম অ্যালবাম ‘এইতো সময়’ প্রকাশ করে, যা ব্যান্ড শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। তবে সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার কারণে ২০১৫ সালের পর তারা কার্যত নিস্ক্রিয় হয়ে পড়ে।

সিক্সের বেজিস্ট রাকিবুল আজম জানান, নতুন গানটি গত ১ সেপ্টেম্বর ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এটি দ্বিতীয় অ্যালবামের প্রথম গান। পুরো অ্যালবামে মোট আটটি গান থাকবে, যা দুটি ভাগে প্রকাশ করা হবে। প্রথম ভাগে চারটি গান একে একে তিন মাস পরপর মুক্তি পাবে, আর দ্বিতীয় ভাগে বাকি চারটি গান একসঙ্গে প্রকাশ পাবে বছরের শেষে।

Band-Six 2

প্রথমে ছয় সদস্য নিয়ে গঠিত হলেও এবার থেকে পাঁচজনের লাইনআপে এগোবে সিক্স। ভোকাল বিভাগের একজন এবার ফিরছেন না। বর্তমানে ব্যান্ডের লাইনআপে রয়েছেন- রাকিবুল রোমান্স (বেজ), গোলাম রাব্বি সোহাগ (কিবোর্ড), রেজোয়ান আশরাফ (গিটার), পাবলো পিকাসো (ভোকাল) ও আরিফ শিশির (ড্রামস)।

২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রায় ১০ হাজার তরুণ সংগীতশিল্পীর মধ্যে প্রতিযোগিতা শেষে নেসক্যাফে গেট সেট রক-এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে ব্যান্ডটি। তাদের প্রথম অ্যালবামে পাঁচটি গান ছিল, যা মুক্তির পরই ব্যান্ডপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এক দশক পর সিক্সের এই প্রত্যাবর্তন সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ও আগ্রহ তৈরি করেছে।

DR
আরও পড়ুন