ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে রাজধানীতে পৌঁছান তিনি। পরদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হানিয়ার অফিসিয়াল পেজে প্রকাশিত দুটি ছবিতে দেখা যায়, তিনি ঢাকায় অবস্থান করছেন।

এর আগে একটি ভিডিও বার্তায় বাংলাদেশ সফরের কথা নিজেই জানিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয় তুমুল আগ্রহ।
হানিয়ার সফর ঘিরে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, ফুড ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার ‘রাফসান দ্যা ছোটভাই’ খ্যাত ইফতেখার রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির। রাজধানীর ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলে বসেই তারা ফুসকা উপভোগ করেন।

ভিডিওর একটি অংশে দেখা যায়, ঝাল ফুসকা খেয়ে হানিয়া হাঁপাচ্ছেন। এ সময় রাফসান তাকে পানির বোতল বাড়িয়ে দেন এবং বাংলায় বলেন, ‘অনেক ঝাল লেগেছে? স্পাইসি?’ অভিনেত্রী হেসে তার কথার অর্থ বোঝার চেষ্টা করেন।

জানা গেছে, শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন হানিয়া আমির। পরদিন ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন।
ঢাকায় এসে বাংলাদেশ নিয়ে বিশেষ বার্তা দিলেন হানিয়া আমির